ঢাকা : দেশের সড়ক উন্নয়নের তদারকিতে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ানো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরর মন্ত্রণালয়ের আওতাভুক্ত সড়কের মান নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরে ‘প্রকল্পের প্রভাব মূল্যায়ন ও নিবিড় পরীবিক্ষণ সমীক্ষা প্রতিবেদন’ উপস্থাপন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সড়ক নির্মাণের কাজে মান বজায় থাকছে না। রাস্তা নির্মাণে প্রকৌশলীরা ‘নিয়ম না মানায়’ অল্প সময়ের মধ্যে সড়ক ভেঙে যাচ্ছে।
পরিকল্পনা মন্ত্রী বলেন, দেখা যাচ্ছে রাস্তা তৈরির কিছুদিন পর ভেঙে যাচ্ছে। নিয়ম কানুন না মেনে কাজ করার কারণেই এমনটা হচ্ছে। ভবিষ্যতে পিচের রাস্তার বদলে কংক্রিটের সড়ক নির্মাণের ওপর গুরুত্ব দেন তিনি।
এ কর্মশালায় পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ চলমান ২৪টি প্রকল্পের উপর একটি সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করে।