প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ক্রিকেট এসেসিয়েশন ফর দ্য ফিজিক্যাল চ্যালেঞ্জের খেলোয়াড় ও কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান। সম্প্রতি দেশের শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী ক্রিকেটাররা ভারতের আগ্রায় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয়লাভ করে।প্রধানমন্ত্রী শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের জন্য ১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। এ সময় প্রত্যেক ক্রিকেটারের হাতে নগদ ১ লাখ টাকার চেক তুলে দেন তিনি।শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটারদের জন্য অফিস করার কথা ভাবছেন সরকার।এছাড়া দেশের সব প্রতিবন্ধিরা যাতে সকল সুযোগ সুবিধা পায় সেলক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান