রাজশাহী: ব্যবসায়ীক বিরোধের জেরে ভাড়াটে সন্ত্রাসীদের অব্যহত হুমকিতে ঘরছাড়া হয়েছেন রাজধানী এক ক্ষুদ্র উদ্যোক্তা। তিনি জীবন নাশের আশঙ্কায় পরিবার নিয়ে রাজশাহীতে আশ্রয় নিয়েছেন।
অভিযোগে জানা গেছে, প্রাণ নাশের হুমকি ও ঢাকায় নিজস্ব বাড়ি দখলে নিতে সন্ত্রাসী চক্রটি উঠে পড়ে লাগছে। ফলে ১৭ মাস ধরে বাড়ির বাইরে অবস্থান করছেন তিনি। এতে আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে তার পরিবার।
রোববার রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগি রায়হান উর রহমান নামের ওই ব্যবসায়ী এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি করেন, তাদের বাড়ি রাজধানীর মিরপুর-১১ পল্লবীর ৩৮/৩ পলাশ নগর এলাকায়। গত ২০০৬ সালে তিনি এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তখন এক দুর্ঘটনায় তার বাবা আতাউর রহমান মারা যান। এরপর থেকে তিনি সংসারের দায়িত্ব নেন।
সংসার চালাতে একপর্যায়ে তিনি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে তাজা মাছ এবং সরাসরি বাগান থেকে কেমিক্যাল মুক্ত বিভিন্ন ফল কিনে নিয়ে ঢাকার আড়ৎ, প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে সরবরাহ শুরু করেন।
এর মধ্যে কয়েকজন অংশিদার আগের ব্যবসায়িক অংশিদারদের ছেড়ে দেয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করতে থাকেন। এতে রাজি না হওয়ায় ব্যবসায়িক অংশিদার ইকবাল কবীর, সেলিম রেজা, মনিরুল ইসলাম, গোলাম ইয়াজদানী গাউস প্রমুখের সঙ্গে তার মনোমালিন্য হয়।
এ নিয়ে ক্ষিপ্ত ওই চক্রটি উঠেপড়ে লাগে। এক পর্যায়ে সাঙ্গপাঙ্গদের দিয়ে অব্যহতভাবে অপহরণসহ প্রাণ নাশের হুমকি দিতে শুরু করে।
তিনি আরো বলেন, টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় ওই অংশিদাররা তাদের মনোনিত ব্যক্তির কাছে পল্লবি এলাকার বাড়িটি নামে মাত্র মূল্যে বিক্রির জন্য চাপ প্রয়োগ করছেন। এতে রাজি না হওয়ায় তাকে নানাভাবে হয়রানিও করছেন তারা।
আর ঢাকার বাড়িতে স্বপরিবারে তারা উঠতে চাইলেও উঠতে পারছেন না। আবার বাড়িটিতে থাকা অন্য ভাড়াটিয়াদেরও জোর করে বের করে দিয়েছে ওই চক্রটি। এই অবস্থায় একদিকে ব্যবসার পুঁজি হারিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন তারা। এ ঘটনায় গত ২৬ মে রাজধানীর পল্লবী থানায় সাধারণ ডায়েরী করেছেন।
সংবাদ সম্মেলনে রায়হান-উর-রহমান ছাড়াও তার মা রুখশানা বেগম ও ৫ম শ্রেণি পড়ুয়া ছোটবোন তাহমিনা রহমান উপস্থিত ছিলেন।