ডেস্ক : ফিফা কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে শুরু করেছে যুক্তরাজ্যের দুইটি ব্যাংক। ওই দুর্নীতির টাকা লেনদেনে এসব ব্যাংক কোনভাবে ব্যবহৃত হয়েছে কিনা, সেটিই তারা পরীক্ষা করে দেখবে।
গত সপ্তাহে ফিফার সাতজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবি আই।
এরপরে বার্কলেস এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জানিয়েছে, তারা পরীক্ষা করে দেখছে যে, ওই কর্মকর্তারা তাদের কর্মকাণ্ডের এসব ব্যাংকের হিসাব ব্যবহার করেছেন কিনা।
এদিকে পরবর্তী বিশ্বকাপ বর্জনের আহ্বান জানিয়েছেন অ্যান্ডি বুর্নহ্যাম, যিনি যুক্তরাজ্যের লেবার পার্টির নেতৃত্বের দৌড়ে আছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান