অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

রানা প্লাজা ধস: রানাসহ ৪১ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল আজ

ঢাকা : সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ২ বছর পর দায়ের করা দুই মামলায় অভিযোগপত্র আজ আদালতে দাখিল করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

অভিযোগপত্রে সোহেল রানাসহ ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

রোববার দুপুরের পর আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাস স্ট্যান্ডে ৯ তলা ভবন রানা প্লাজা ধসে পড়লে ৫টি কারখানার সহস্রাধিক শ্রমিক মারা যান। বাংলাদেশের ওই ঘটনা আন্তর্জাতিক সব গণমাধ্যমে শিরোনাম হয়ে ওঠেছিল।

ভবন ধসে প্রাণহানির ঘটনায় প্রথমে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা করেন সাভার থানার এসআই ওয়ালী আশরাফ। সোহেল রানাসহ ২১ জনকে আসামি করা হয় এ মামলায়।

এরপরে মামলাটিতে অপরাধজনক প্রাণনাশের অভিযোগ আনা হয়। প্রাণনাশের অভিযোগটি প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

ইমারত বিধি না মেনে রানা প্লাজা নির্মাণের অভিযোগে রানাসহ ১৩ আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় আরেকটি মামলা করেন রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ। অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ দুই বছর শাস্তি হতে পারে।

এই মামলা দুটির আসামিদের মধ্যে রানাসহ চারজন ছাড়া সব আসামি জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে গেছেন বলে আদালতের নথিপত্র ঘেঁটে দেখা যায়।

রানা প্লাজা ধসের দুই বছর পূর্তির আগে গত মাসে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আনোয়ারুল কবীর বাবুল সাংবাদিকদের বলেছিলেন, তদন্ত প্রতিবেদন দাখিলে দেরি হওয়ার কারণেই চারজন ছাড়া সব আসামি জামিনের সুবিধা নিতে পেরেছে।

দুই মামলা হলেও দুই বছরেও তদন্ত শেষ না হওয়ায় সমালোচনা চলছিল।

এক বছর ধরেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলে আসছিলেন, শিগগিরই তদন্ত শেষ করে অভিযোগপত্র দেওয়া হবে।

মামলা দুটির তদন্ত কর্মকর্তা বিজয় কৃষ্ণ কর তদন্ত প্রতিবেদন তৈরির জন্য আদালত থেকে এই পর্যন্ত ১৬ বার সময় নিয়েছেন।

গত মাসে তিনি বলেছিলেন, তদন্ত শেষ, আসামিদের তালিকাও তৈরি। তবে আসামিদের মধ্যে ১৩ জন সরকারি কর্মকর্তা। তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। তাই আটকে আছে।

তদন্ত কর্মকর্তা তার অনুসন্ধানের বিষয়ে বিভিন্ন সময় আদালতে বলেছেন, ২৩ এপ্রিল রানা প্লাজায় ফাটল ধরার পর ঝুঁকি জেনেও শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হয়েছিল। কাজ না করলে চাকরিচ্যুতির হুমকিও দেয়া হয়েছিল।

ভবনের নকশায় ত্রুটি, অনুমোদন না নিয়ে উপরের দিকে সম্প্রসারণ, নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের তথ্যও এসেছে তদন্তে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

রানা প্লাজা ধস: রানাসহ ৪১ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল আজ

আপডেট টাইম : ০৩:৫৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০১৫

ঢাকা : সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ২ বছর পর দায়ের করা দুই মামলায় অভিযোগপত্র আজ আদালতে দাখিল করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

অভিযোগপত্রে সোহেল রানাসহ ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

রোববার দুপুরের পর আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাস স্ট্যান্ডে ৯ তলা ভবন রানা প্লাজা ধসে পড়লে ৫টি কারখানার সহস্রাধিক শ্রমিক মারা যান। বাংলাদেশের ওই ঘটনা আন্তর্জাতিক সব গণমাধ্যমে শিরোনাম হয়ে ওঠেছিল।

ভবন ধসে প্রাণহানির ঘটনায় প্রথমে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা করেন সাভার থানার এসআই ওয়ালী আশরাফ। সোহেল রানাসহ ২১ জনকে আসামি করা হয় এ মামলায়।

এরপরে মামলাটিতে অপরাধজনক প্রাণনাশের অভিযোগ আনা হয়। প্রাণনাশের অভিযোগটি প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

ইমারত বিধি না মেনে রানা প্লাজা নির্মাণের অভিযোগে রানাসহ ১৩ আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় আরেকটি মামলা করেন রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ। অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ দুই বছর শাস্তি হতে পারে।

এই মামলা দুটির আসামিদের মধ্যে রানাসহ চারজন ছাড়া সব আসামি জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে গেছেন বলে আদালতের নথিপত্র ঘেঁটে দেখা যায়।

রানা প্লাজা ধসের দুই বছর পূর্তির আগে গত মাসে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আনোয়ারুল কবীর বাবুল সাংবাদিকদের বলেছিলেন, তদন্ত প্রতিবেদন দাখিলে দেরি হওয়ার কারণেই চারজন ছাড়া সব আসামি জামিনের সুবিধা নিতে পেরেছে।

দুই মামলা হলেও দুই বছরেও তদন্ত শেষ না হওয়ায় সমালোচনা চলছিল।

এক বছর ধরেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলে আসছিলেন, শিগগিরই তদন্ত শেষ করে অভিযোগপত্র দেওয়া হবে।

মামলা দুটির তদন্ত কর্মকর্তা বিজয় কৃষ্ণ কর তদন্ত প্রতিবেদন তৈরির জন্য আদালত থেকে এই পর্যন্ত ১৬ বার সময় নিয়েছেন।

গত মাসে তিনি বলেছিলেন, তদন্ত শেষ, আসামিদের তালিকাও তৈরি। তবে আসামিদের মধ্যে ১৩ জন সরকারি কর্মকর্তা। তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। তাই আটকে আছে।

তদন্ত কর্মকর্তা তার অনুসন্ধানের বিষয়ে বিভিন্ন সময় আদালতে বলেছেন, ২৩ এপ্রিল রানা প্লাজায় ফাটল ধরার পর ঝুঁকি জেনেও শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হয়েছিল। কাজ না করলে চাকরিচ্যুতির হুমকিও দেয়া হয়েছিল।

ভবনের নকশায় ত্রুটি, অনুমোদন না নিয়ে উপরের দিকে সম্প্রসারণ, নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের তথ্যও এসেছে তদন্তে।