বাংলার খবর২৪.কম,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর-নন্দীগাঁতী গ্রামে অসুস্থ গরুর গোস্ত খেয়ে শিশু ও মহিলাসহ ২০ নারী পুরুষ এ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মঙ্গলবার উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
আক্রান্ত রোগীরা হলেন, চর নন্দীগাঁতী গ্রামের গোলাম মোস্তফা (২০), আব্দুর রহমান (৪২), সাইফুল ইসলাম (২৫), হারুন (৮), সোহেল (১৪), দুলাল হোসেন (৪০) , সারোয়ার হোসেন (১৪), আল-আমিন (৯), আনছার আলী (৪২), বারেক হোসেন (১৪), জাহাঙ্গীর হোসেন (১৪), খুশি খাতুন (৪০), চয়ন (১৪), রেহানা (২২), আইয়ুব (৪২), সাথী (১৩), রুবিনা (৫০), রবিউল (৫৫), মালেক (৬০), ও অন্তরা (৫)।
তারা শরীরের বিভিন্ন স্থানে এ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। এরপর থেকে এই এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুকুমার সুর রায় জানান, গত ১৬ আগস্ট এই গ্রামের বেলাল হোসেনের ছেলে আব্দুর রহমানের একটি ষাড় গরু অসুস্থ হয়ে পড়ে। এই গরুটি পাড়ার লোকজন মিলে কিনে নিয়ে জবাই করে মাংস ভাগ করে নেয়।
তিনি আরো জানান, গরুটি এ্যানথ্রাক্স রোগে আক্রান্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। এ গরুর মাংস খেয়ে গ্রামের লোকজন এ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারভাইজার আব্দুস সোবহানের নেতৃত্বে একটি চিকিৎসক দল চর-নন্দীগাঁতী গ্রামে গিয়ে আক্রান্ত লোকজনকে চিকিৎসা দেন।
এ বিষয়ে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. শামসুদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , বিষয়টি জানার পর স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দিয়েছেন।
তিনি বলেন, এখন আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। ইতোমধ্যে ঢাকা থেকে ১১ সদস্য বিশিষ্ট একটি টিম সিরাজগঞ্জে এসে পৌঁছেছেন। তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান