ঢাকা : রাজউককে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করা শামসুল হক কলেজের বিরুদ্ধ নানা অভিযোগ উঠেছে।
রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজকে পিছনে ফেলে ঢাকা শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে রাজধানীর ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে।
এ প্রতিষ্ঠান থেকে এবার মোট ৭৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৪০ জন।
তবে শামসুল হক কলেজের এ ফলাফলে বিস্ময় প্রকাশ করেছেন অভিভাবক শিক্ষার্থীদের অনেকেই। এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরীক্ষায় অসাদুপায় অবলম্বনসহ নানা অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, প্রতিবেশী কেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সেখানে নিয়মিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হতো। একটি কলেজ আরেকটিকে প্রশ্ন সরবরাহ করতো। এবং সেখানে এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর পরীক্ষা কেন্দ্রগুলোতে সরবরাহ করা হত।
তবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান সাংবাদিকদের কাছে এ সব অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন।
ফলাফল ঘোষণার পর তিনি বলেন, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে এ ধরণের সাফল্য পেয়েছি। ঢাকার মধ্যে থাকা স্কুল গুলো সাফল্য না পেয়ে ঈর্ষান্বিত হয়ে এ ধরণের অভিযোগ আনতে পারে বলে তিনি জানান।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ কারো নাম উল্লেখ্য না করে বলেন, শীর্ষে থাকা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতার প্রমাণ পেলে আমরা ব্যবস্থা নেবো।
এদিকে ফলাফলের দিক দিয়ে ঢাকা বোর্ডে ডেমরার শামসুল হক কলেজের পরে রাজউক উত্তরা মডেল কলেজ। এ স্কুলের ৪৯৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থানে রয়েছে।
তৃতীয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, জিপিএ-৫ এক হাজার ৪১৬ জন। চতুর্থ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২৯০ জন। পঞ্চম বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৩০ জন। ষষ্ঠ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ৩৪১ জন। সপ্তম সফিউদ্দিন সরকার একাডেমি টঙ্গি গাজীপুর, জিপিএ-৫পেয়েছে ৪২৬ জন। অষ্টম ময়মনসিংহ জেলা স্কুল, জিপিএ-৫পেয়েছে ২৪৯। নবম ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, জিপিএ-৫পেয়েছে ৩৮৫। দশম স্থান অধিকার করেছে যৌথভাবে দুটি প্রতিষ্ঠান যথা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, জিপিএ-৫ পেয়েছে ৫০ জন। এ প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিল ৫০ জন। দশম স্থান অধিকারী অপর প্রতিষ্ঠানটি হলো এনকেএম হাইস্কুল অ্যান্ড হোমস নরসিংদী, জিপিএ-৫পেয়েছে ৫৪। এ প্রতিষ্ঠানেও মোট পরীক্ষার্থী ছিল ৫৪ জন। ১১তম শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ কাফরুল ঢাকা, জিপিএ-৫ পেয়েছে ২৮৮ জন। ১২তম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ লালবাগ ঢাকা, জিপিএ-৫ পেয়েছে ২৯২ জন। ১৩তম মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল, জিপিএ-৫ পেয়েছে ৪৯। মোট শিক্ষার্থী ৪৯ জন। ১৪তম সেন্ট জোসেফ হাইস্কুল মোহাম্মদপুর ঢাকা, জিপিএ-৫ পেয়েছে ১৪৬ জন। ১৫তম মতিঝিল মডেল হাইস্কুল ঢাকা, জিপিএ-৫ পেয়েছে ৯১১ জন। ১৬তম বিদ্যাময়ী গার্লস হাইস্কুল ময়মনসিংহ, জিপিএ-৫ পেয়েছে ২৩২। ১৭তম গভট ল্যাবরেটরি স্কুল নিউমার্কেট ঢাকা, জিপিএ-৫ পেয়েছে ২৩৯ জন। ১৮তম মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা, জিপিএ-৫ পেয়েছে ২৬৮ জন। ১৯ তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা ক্যান্টনমেন্ট, জিপিএ-৫ পেয়েছে ৯১ জন। ২০তম শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট, জিপিএ-৫ পেয়েছে ২৯৫ জন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান