লালমনিরহাট : এসএসসি ও সমমান পরীক্ষার ফল শনিবার সারাদেশে একযোগে প্রকাশ হলেও তা পায়নি লালমনিরহাটের ৩৬ শিক্ষার্থী।
এরা হচ্ছে কবি শেখ ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশ কারিগরি শিক্ষা (ভকেশনাল) বোর্ডের অধীনে এসএসএসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছিল তারা।
শনিবার অন্য সবার মতো ফল না পেয়ে বিদ্যালয়ে এসে কান্নায় ভেঙে পড়েন এই শিক্ষার্থীরা।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হকের দাবি
বোর্ডের ভুলের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্ধারিত সময়ে পরীক্ষার্থীদের ব্যবহারিক নম্বর স্কুল কর্তৃপক্ষ জমা দেয়ার পরও তা সংযুক্ত না করায় এমন বিপর্যয় হয়েছে।’
বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি সংশোধন করে পুনরায় ফল ঘোষণা করবে বলে শিক্ষক্ষার্থীদের আশ্বস্ত করেন প্রধান শিক্ষক।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান