ডেস্ক : ভারত ও বাংলাদেশের মধ্যে উপকূলীয় জাহাজ চলাচল চালু এবং মানব পাচার প্রতিরোধ সংক্রান্ত দুটি চুক্তি অনুমোদিত হয়েছে ভারতের মন্ত্রিসভায়। ফলে মোদীর বাংলাদেশ সফরের সময়ে চুক্তি দুটি স্বাক্ষর প্রায় নিশ্চিত বলে ধরে নেয়া হচ্ছে।
শনিবার মন্ত্রিসভার বৈঠকে এই চুক্তি দুটি অনুমোদন করা হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি বাস্তবায়ন হলে দুই দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি নৌপথের নিরাপত্তাও বাড়বে বলেও জানা গেছে।
শনিবার অনুষ্ঠিত এ বৈঠকে মানব পাচার রোধে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি এবং পাচারের শিকার হওয়া ব্যক্তি বিশেষ করে নারী ও শিশুদের তাদের পরিবারের সঙ্গে একত্রীকরণের ব্যাপারে একটি চুক্তির অনুমোদন দেয়া হয়।
প্রসঙ্গত, আগামী ৬ ও ৭ জুন ৩৬ ঘণ্টার এক সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।