বান্দরবান : বান্দরবানে আলোচিত ফোর মার্ডার ঘটনার সাথে জড়িত পুলিশ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে।
শনিবার বিকালে বান্দরবাস সদর থানার এস আই আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রামের পটিয়া বার্মা কলোনীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতর নাম নুর বাহার। তাকে নিয়ে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরেফা বেগম নামে এজাহার নামীয় আরো এক রোহিঙ্গা নারীকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বান্দরবানে পারিবারিক কলহের জের ধরে সদর উপজেলার কুহালং মৌজার ক্যামলং এলাকার পাইম্রং ঝিরি আব্দুল মোতালেবের ঘোনায় ব্যবসায়ী আবু বক্করের খামার বাড়িতে একই পরিবারের মো. আমিন, মো. জোনায়েদ, সামিরা বেগম, সৈয়দ নুর নামে ৪ জনকে গলা কেটে হত্যা করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান