ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় এবার কমেছে। মোট পাসের হার ৮৭.০৪ শতাংশ। মাদ্রাসা বোর্ডে ৯০.০২ এবং কারিগরি বোর্ডে এই পাসের হার ৮৩.০১ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১,৯০১ জন। গত বছর এসএসসি ও সমমানে পাসের হার ছিল ৯১.৩৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৪২,২৭৬ জন।
গত বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ছিল ৯২,৬৭ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৮৯.২৫ ও কারিগরি বোর্ডে পাসের হার ছিল ৮১.৯৭ শতাংশ।
শনিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
ফলাফলে দেখা গেছে, এসএসসি ও সমমানে গড় পাসের হার ৮৭.০৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১১,৯০১ জন পরীক্ষার্থী।
বোর্ড অনুযায়ী ফলাফলে দেখা গেছে, চট্টগ্রাম বোর্ডে পাস ৮২.৭৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭,১১৬ জন। কুমিল্লা বোর্ডে পাস ৮৪.২২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০,১৯৫ জন।
সিলেট বোর্ডে পাসের হার ৮১.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২,৪৫২ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৮৪.৩৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩,১৩৭ জন।
রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪.৯৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫,৮৭৩ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৮৫.৫০ শতাংশ। যশোরে ৮৪.০২ শতাংশ ও ঢাকা বোর্ডে ৮৮.৬৫ শতাংশ। আর বিদেশের আটটি কেন্দ্রে পাসের হার ৯৭.৬৬ শতাংশ।
এবার মোট ১৪ লাখ ৭৩,৫৯৪ জন পরীক্ষা দিয়েছে। এদের মধ্যে পাস করেছে ১২ লাখ ৮২,৬১৮ জন। ৫,০৯৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ পাস করেছে।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৪ লাখ ৭৯,২৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে সাত লাখ ৩৩,২২০ জন ছাত্র এবং ছয় লাখ ৯৯,৫২৫ জন ছাত্রী।
গত ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালের কারণে তা ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। হরতালে পিছিয়ে যাওয়া পরীক্ষা শুক্র-শনিবারে নেয়া হয়। ১০ মার্চ পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় ৩ এপ্রিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান