ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে একটি মাত্র ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে সৌম্য সরকার বিশ্বকাপের মতো বড় আসরে খেলার সুযোগ পেয়ে গিয়েছিলেন। বিশ্বকাপে দারুন পারফরম্যান্স করায় পাকিস্তানের বিপক্ষে হলো টেস্ট অভিষেক। খুলনা টেস্টে ভালো করলেও ঢাকা টেস্টে সুবিধা করে উঠতে পারেনি তিনি।
এবার আসন্ন ভারতের বিপক্ষে টেস্ট ভালো করতে মুখিয়ে আছেন সৌম্য সরকার। আগামী ৭ জুন একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা আসবে ভারতীয় ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের আগে ফতুল্লায় ১০জুন থেকে শুরু হবে বাংলাদে-ভারত একমাত্র টেস্ট ম্যাচটি।
ওয়ানডেতে ভালো পারফর্ম করলেও টেস্টে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি সৌম্য। তাই এবার তার প্রস্তুতি টেস্ট ঘিরে। দীর্ঘ সময় ধরে যেন ব্যাট করতে পারেন- সে লক্ষ্যে বল ছাড়ারও অনুশীলন শুর করেছেন তিনি।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে আসন্ন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে সৌম্য সরকার বলেন, ‘এই প্রস্তুতি আমি অলরেডি নেওয়া শুরু করেছি। খুলনায় প্রথম টেস্টে দুই ইনিংসেই সেট হয়ে আউট হয়ে গেছি। তারপর প্র্যাকটিস যখন শুরু করছি তখন থেকেই আমি চেষ্টা করছি যে, টেস্টেও জন্য মানসিকভাবে ফিট হতে। যে বল ছাড়ার সেটা ছাড়তে হবে, টিকে থাকতে হবে- এসব নিয়ে কাজ করা শুরু করেছি।’
শুধু ব্যাট নয় বল হাতে নিজেকে আরও পরিণত করে তুলেছেন সৌম্য। যেন কোন রকম ঘাটতি না থাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি বোলিং করার চেষ্টা করি, যখনই সুযোগ পাই। যেমন শেষ টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আমি বোলিং করার সুযোগ পাই। ওখানে যতটুকু পারছি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা কিেছ। যেটুকু সময় পাই, প্র্যাকটিসেও করি। সময় পেলে বোলিং করি। যেন ওই জায়গাটা আমি কভার করতে পারি।’
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তামিমের সঙ্গে ইনিংস ওপেন করেছেন। আর টেস্ট সিরিজে পাঁচ কিংবা ছয় নাম্বার পজিশনে ব্যাটিং করে থাকেন তিনি। নিজের ব্যাটিং পজিশন নিয়ে সৌম্য বলেন, ‘দলের প্রয়োজনে যেখানে খেলাবে আমি সেখানেই খেলতে চাই। বিশ্বকাপের সময়ও বলেছিলাম, দল আমাকে যেখানে ভালো মনে করবে সেখানে খেলবো। আর তাই, এসব বিষয়ে নিয়েই কাজ করছি। বিসিএলেও আমি কিন্তু ৫-৬ এ ব্যাটিং করছি। আমাকে বলা হয়েছিল সেভাবে। যেহেতু একটা ম্যাচ আছে। খেলে দেখি, কেমন হয়। প্রথম ইনিংসে সফলতা পাইনি, দ্বিতীয় ইনিংসে সফল হয়েছি।’
ব্যক্তিগতভাবে কোনো ভারতীয় খেলোয়াড়কে মনিটর করছেন কি না এমর প্রশ্নের জবাবে সৌম্য বলেন, ‘এখনো ওটা শুরু করিনি। ওটা শুরু করবো। ওদের স্পিনারদের নিয়ে একটু কাজ করার ইচ্ছা আছে আমার।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান