ডেস্ক: সিরিয়ার আলেপ্পো প্রদেশে শনিবার আসাদ বাহিনীর উপর্যুপরি ব্যারেল বোমা হামলায় অন্তত ৭৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু লোক। ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, আল বাব ও পূর্বাঞ্চলের আলেপ্পো নগরীতে সামরিক হেলিকপ্টার থেকে সরকারি বাহিনী ব্যারেল বোমা ফেলে। এতে অন্তত ৭৫ বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
আলেপ্পো নগরীর প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত আল বাব নগরী স্বঘোষিত ইসলামিক স্টেট-আইএস জঙ্গিরা নিয়ন্ত্রণ করে।
এদিকে, প্রাদেশিক রাজধানীর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে মধ্যপন্থি বিদ্রোহীদের হাতে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান