দিনাজপুর : দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী ইছামতি নদীর বেইলি ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় তৃতীয় দিনেও সংস্কার কাজ শেয় হয়নি। ফলে ওই মহাসড়কে আরও ১০ দিনের মতো যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শনিবার রাতে এ তথ্য জানা যায়। ইছামতি নদীর বেইলি ব্রিজটি ভেঙ্গে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের তদন্ত কমিটি গঠন করা হয়নি। সেখানে বিকল্প যানবাহন চলাচল করলেও ১০/১২ কিলোমিটার রাস্তা বেশি পথ পাড়ি দিতে হচ্ছে পথচারীদের।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় দিনাজপুর-ফুলবাড়ী সড়কের পার্বতীপুর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের আমবাড়ী এলাকায় ইছামতি নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙ্গে একটি নৈশ্য কোচ, তিনটি ট্রাক ও একটি ট্রাক্টর দুর্ঘটনায় পতিত হয়।
দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক লিয়াকত আলী জানান, ইতোমধ্যে নদী থেকে একটি পাথর বোঝাই ট্রাক বাদে সবকটি যান উদ্ধার করা হয়েছে। পাথর বোঝাই ট্রাকটিকে ভারী ক্রেনের মাধ্যমে উদ্ধারের কাজ চলছে। (শনিবার ৩০ মে) প্রথম দুপুরেই উদ্ধার কাজ সম্পন্ন হবে। উদ্ধার কার্যক্রমে দিনাজপুর সদর উপজেলাসহ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট অংশ নিয়েছে।
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের ফুলবাড়ী ডিভিশনের উপ-সহকারী প্রকৌশলী কানাই চন্দ্র দেবনাথ জানান, বেইলি ব্রিজটিতে এক সঙ্গে অনেকগুলো ভারী যান উঠার কারণে ব্রিজটি ভেঙে যায়। ব্রিজটি ফের নির্মাণ করতে আরও ১০ দিন লাগতে পারে। ফলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে আগামী ১০ দিন যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।