ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরে তার সাথে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাক্ষাৎ হতে পারে।
শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ ন্যাশনাললিষ্ট বিট্রিশ ‘ল’ স্টুডেন্টস এলায়েন্স আয়োজিত জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, অন্যান্য সরকার যেখানে ভারত-বাংলাদেশের সীমান্ত সমস্যার সমাধান করতে পারেনি তখন নরেন্দ্র মোদি তার সমাধান করেছেন। তিনি বাংলাদেশে আসছেন, আমরা তাকে স্বাগত জানাই।
মোদিকে তিস্তাসহ বিভিন্ন নদীর সমস্যা, টিপাইমুখ বাঁধ সমস্যা, নদীতে বাঁধ সংক্রান্ত সমস্যা, সীমান্ত হত্যার সমস্যা সমাধানের ঘোষণা দিয়ে যেতে হবে বলে মনে করেন তিনি।
এসময় তার পাশে থাকা বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবু উদ্দীন খোকন তার উদ্দেশ্যে বলেন, ঘোষণা তো দিয়েছেন। হবে কিনা সেটা পরে জানা যাবে।
দেশের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, দেশে এখন রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। কারো কোন নিরাপত্তা নেই। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধাও ধর্ষণের শিকার হচ্ছে। আগে আমরা দিল্লীকে ধর্ষণের নগরী বলতাম। এখন দিল্লীকেও ছাড়িয়ে ঢাকা হয়ে উঠেছে রেপ সিটি।
এসময় তার পাশে থাকা মাহবুব উদ্দীন খোকন তাকে বলেন, ‘বাংলাদেশ এখন ধর্ষণে চ্যাম্পিয়ন সে ঘোষণা দেন।’
সাগরে ভাসমান অভিবাসীদের উদ্দেশ্য করে মাহবুবুর রহমান বলেন, সাগরে যে মানবিক বিপর্যয চলছে সেখানে সরকার নিশ্চুপ। এটা কল্পনা করা যায় না। আর দেশের সাধারণ মানুষও এ বিষয়ে বোবা হয়ে গেছে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, আয়োজক সংগঠনের সভাপতি সুলতানা রাজিয়া শাওন প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান