ডেস্ক : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাদের ৭৬৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারীকে উপাচার্য হিসেবে মনোনয়ন দিয়েছে। ১২৩০ সালে প্রতিষ্ঠার পর পর্যটন বিশেষজ্ঞ লুইস রিচার্ডসনই প্রথম নারী যিনি মনোনয়ন পেলেন।
লুইস রিচার্ডসন এরআগে হার্ভাড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং বর্তমানে স্কটল্যান্ডের সেন্ট অ্যান্দ্রু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন।
মনোনয়ের পর বিশ্ববিদ্যালয়ের ৫ হাজার সদস্যের শক্তিশালী পার্লামেন্ট যদি তাকে নিশ্চিত করে তাহলে ২০১৬ সালে ৭ বছরের জন্য দায়িত্ব নেবেন আয়ারল্যান্ডে জন্ম নেয়া ৫৬ বছর বয়সী রিচার্ডসন।
অক্সফোর্ডের বর্তমান উপাচার্য অ্যান্দ্রু হ্যামিলটন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার পর লুইসকে তার স্থলাভিত্তিক করতে মনোনয়ন দেয়া হয়।
তিন সন্তানের জননী লুইস ডাবলিনের ট্রিনিটি কলেজ থেকে অনার্স শেষ করেন। আর মাস্টার্স ও পিএইচডি করেছেন হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান