অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদ পরবর্তী দুর্ঘটনা রোধে রংপুরে বিআরটিএ’র অভিযান Logo বনানী সড়কে বাস দুর্ঘটনা : অভিযুক্ত বাসের নিবন্ধন স্থগিত করেছে বিআরটিএ Logo লালমনিরহাটে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত Logo লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ কয়েকজন মাদক ব্যবসায়ী আটক। Logo বিআরটিএ আদালত -৩ এর নেতৃত্বে সায়দাবাদ যাত্রাবাড়ী’তে অভিযান Logo চট্টগ্রাম বিআরটিএ’র বিশেষ অভিযানে ৩৪ মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা Logo কুমিল্লায় মহাসড়কে বিআরটিএ’র অভিযান, ৮ যানবাহনে মামলা Logo ঢাকা-৩০০ ফিট সড়কে বিআরটিএ’র বিশেষ অভিযান Logo ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু Logo গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি : সড়ক উপদেষ্টা

মোড়লরা প্রেসক্লাবের স্বঘোষিত নেতা নির্বাচিত হয়েছেন

নির্বাচন নিয়ে জটিলতা কাটাতে দ্বিবার্ষিক সাধারণ সভায় সরাসরি ভোট ছাড়াই জাতীয় প্রেসক্লাবের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত ফোরামের মুহাম্মদ শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত ফোরামের কামরুল ইসলাম চৌধুরী মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের প্রবীণ সদস্য শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় ১৭ সদস্যের নির্বাহী কমিটির মধ্যে সভাপতিসহ ১০টি পদ পেয়েছে আওয়ামী লীগ ফোরাম। অন্যদিকে সাধারণ সম্পাদকসহ ৭টি পদ পেয়েছে বিএনপি সমর্থিত ফোরাম। নতুন কমিটি ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে। সমঝোতার ভিত্তিতে জাতীয় প্রেস ক্লাবে কমিটি ঘোষণার প্রতিক্রিয়ায় জ্যেষ্ঠ সাংবাদিক পীর হাবিবুর রহমান এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আইল্যান্ড অব ডেমোক্রেসি বা গণতন্ত্রের দ্বীপ বলা হয় জাতীয় প্রেস ক্লাবকে। সেই জাতির বিবেক খ্যাত জাতীয় প্রেস ক্লাবেই আজ গণতন্ত্রের সূর্য ডুবেছে। যারা সদস্যদের ভোটে নির্বাচিত হবার সাহস রাখেন না, তারাই আজ সমঝোতা করে বিনা ভোটে ক্লাবের নেতা নির্বাচিত হয়েছেন।

তিনি আরও লিখেছেন, প্রথম আওয়ামী লীগ জামায়াতের সমঝোতা কমিটি হয়েছিল। প্রতিক্রিয়া তীব্র হওয়ায় লজ্জা পেয়ে দম নেন। পরে আওয়ামী লীগ-বিএনপির মোড়লরা কমিটি নির্বাচিত করে স্বঘোষিত নেতা নির্বাচিত হয়েছেন। গণতন্ত্রের এমন করুণ মৃত্যু যারা ঘটিয়েছেন তারাই গণমাধ্যমের আলোচিত মুখ হয়ে মধ্যরাতের টকশোতে নীতি বাক্য বলেন। এই লজ্জা রাখার জায়গা নেই, তারা ঢাকবেন কিভাবে। আমরা অনেকেই প্রেসক্লাবের সদস্য, আমাদের ডাকা হলোনা, জানানো হলোনা ভোট হলোনা, আমাদের না জানিয়ে শয়তানের প্ররোচনায় নেতৃত্ব হাইজাক করলো দুটি দলের অন্ধরা।

একটি পেশাদার ক্লাবের কর্তৃত্ব তারা দখল করে নিলো! কেউ প্রতিবাদও করলোনা! এই অবৈধ নেতৃত্বে যারা তাদেরকে সমাজে না বলুন। যেখানেই দেখবেন সালাম না দিয়ে মনে মনে বলবেন শেম। এদের আমন্ত্রণে কোনো অনুষ্ঠানে আমি যাব না। এরা জাতীয় প্রেসক্লাবের ইমেজ নষ্ট করেছে অতীতে দলবাজিতে।

এবার ক্ষমতাবাজি আর সুবিধাবাদীতায় গণতন্ত্রের কবর দিয়েছে। এরা আমার নেতা নয়। ক্লাবের বিনা ভোটের কমিটি বানানোর ক্ষমতা দুই ফোরাম বা দুই ইউনিয়নকে কে দিয়েছে? এদের নাম ক্লাব ইতিহাসে কালো হরফে লেখা থাকবেই। এই দিন দিন নয়। জবাব একদিন দিতেই হবে।

Tag :

ঈদ পরবর্তী দুর্ঘটনা রোধে রংপুরে বিআরটিএ’র অভিযান

মোড়লরা প্রেসক্লাবের স্বঘোষিত নেতা নির্বাচিত হয়েছেন

আপডেট টাইম : ০৬:১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০১৫

নির্বাচন নিয়ে জটিলতা কাটাতে দ্বিবার্ষিক সাধারণ সভায় সরাসরি ভোট ছাড়াই জাতীয় প্রেসক্লাবের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত ফোরামের মুহাম্মদ শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত ফোরামের কামরুল ইসলাম চৌধুরী মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের প্রবীণ সদস্য শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় ১৭ সদস্যের নির্বাহী কমিটির মধ্যে সভাপতিসহ ১০টি পদ পেয়েছে আওয়ামী লীগ ফোরাম। অন্যদিকে সাধারণ সম্পাদকসহ ৭টি পদ পেয়েছে বিএনপি সমর্থিত ফোরাম। নতুন কমিটি ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে। সমঝোতার ভিত্তিতে জাতীয় প্রেস ক্লাবে কমিটি ঘোষণার প্রতিক্রিয়ায় জ্যেষ্ঠ সাংবাদিক পীর হাবিবুর রহমান এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আইল্যান্ড অব ডেমোক্রেসি বা গণতন্ত্রের দ্বীপ বলা হয় জাতীয় প্রেস ক্লাবকে। সেই জাতির বিবেক খ্যাত জাতীয় প্রেস ক্লাবেই আজ গণতন্ত্রের সূর্য ডুবেছে। যারা সদস্যদের ভোটে নির্বাচিত হবার সাহস রাখেন না, তারাই আজ সমঝোতা করে বিনা ভোটে ক্লাবের নেতা নির্বাচিত হয়েছেন।

তিনি আরও লিখেছেন, প্রথম আওয়ামী লীগ জামায়াতের সমঝোতা কমিটি হয়েছিল। প্রতিক্রিয়া তীব্র হওয়ায় লজ্জা পেয়ে দম নেন। পরে আওয়ামী লীগ-বিএনপির মোড়লরা কমিটি নির্বাচিত করে স্বঘোষিত নেতা নির্বাচিত হয়েছেন। গণতন্ত্রের এমন করুণ মৃত্যু যারা ঘটিয়েছেন তারাই গণমাধ্যমের আলোচিত মুখ হয়ে মধ্যরাতের টকশোতে নীতি বাক্য বলেন। এই লজ্জা রাখার জায়গা নেই, তারা ঢাকবেন কিভাবে। আমরা অনেকেই প্রেসক্লাবের সদস্য, আমাদের ডাকা হলোনা, জানানো হলোনা ভোট হলোনা, আমাদের না জানিয়ে শয়তানের প্ররোচনায় নেতৃত্ব হাইজাক করলো দুটি দলের অন্ধরা।

একটি পেশাদার ক্লাবের কর্তৃত্ব তারা দখল করে নিলো! কেউ প্রতিবাদও করলোনা! এই অবৈধ নেতৃত্বে যারা তাদেরকে সমাজে না বলুন। যেখানেই দেখবেন সালাম না দিয়ে মনে মনে বলবেন শেম। এদের আমন্ত্রণে কোনো অনুষ্ঠানে আমি যাব না। এরা জাতীয় প্রেসক্লাবের ইমেজ নষ্ট করেছে অতীতে দলবাজিতে।

এবার ক্ষমতাবাজি আর সুবিধাবাদীতায় গণতন্ত্রের কবর দিয়েছে। এরা আমার নেতা নয়। ক্লাবের বিনা ভোটের কমিটি বানানোর ক্ষমতা দুই ফোরাম বা দুই ইউনিয়নকে কে দিয়েছে? এদের নাম ক্লাব ইতিহাসে কালো হরফে লেখা থাকবেই। এই দিন দিন নয়। জবাব একদিন দিতেই হবে।