বাংলার খবর২৪.কম,চাঁদপুর : চাঁদপুরের মেঘনায় ডুবে যাওয়া মালবাহী জাহাজ উদ্ধারের আশা ক্ষীণ হয়ে পড়েছে।
চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোবারক হোসেন বলেন, ওই স্থানে পানির অস্বাভাবিক স্রোতের তোড় ও গভীরতা অনেক বেশি হওয়ায় প্রাথমিকভাবে জাহাজটি উদ্ধার করা অনেকটা অসম্ভব হয়ে পড়েছে।
ডুবে যাওয়া জাহাজের ১৩ নাবিককে সুস্থ অবস্থায় মঙ্গলবার দুপুরে উদ্ধার করা হয়েছে বলে দমকল বাহিনী সূত্রে জানা গেছে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কাইয়ুম জানান, এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মহল থেকে অভিযোগ দায়ের করা হয়নি।
এদিকে নিমজ্জিত জাহাজটি সন্ধান করার জন্য কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা মেঘনা নদীতে কাজ করে যাচ্ছেন।
পানি উন্নয়ন বোর্ড’র সূত্র ধরে এই কর্মকর্তা আরো বলেন, যে স্থানে জাহাজটি ডুবে গেছে তার গভীরতা ১৬০/১৮০ফুট হবে এবং এখানে প্রচণ্ড বেগে স্রোতে বইছে।
অপরদিকে ডুবে যাওয়া জাহাজটিতে ১৩শ’ মেট্টিক টন সিমেন্ট তৈরি করার ক্লিংকার ছিলো বলে জাহাজের নাবিকরা জানিয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে শহরের পুরান বাজারের হরিসভা এলাকার অদূরে মেঘনায় সিমেন্টের ক্লিংকার বোঝাই একটি জাহাজকে অপর আরেকটি জাহাজ ধাক্কা দিলে জাহাজটি ডুবে যায়।