বুধবার দুপুর ১২টায় বিভাগের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে এক প্রতিবাদী মিছিলসহ টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশে মিলিত হন।
আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদুল হাসানের পরিচালনায় এ সমাবেশে শিক্ষকদের পক্ষে সংহতি জানিয়ে বক্তব্য দেন সহকারী অধ্যাপক আজাহারুল ইসলাম হাবিব।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাশরুর বিন আনসারি, রাকিবুল ইসলাম, গোবিন্দ চন্দ্র দাস, তাসফিয়া তিসা, তাহমিনা তমা, আশবারুল বারী নাবিল, ইসমাইল, মাহিদুল ইসলাম সজিব, নাহিদ হাসান, আতিক জামান ও আতিকুল হক।
বক্তারা বলেন, জন্মগতভাবে অবৈধ ইসরাইল তার এ হামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক সকল আইন ও মানবাধিকারের নীতিমালা অব্যাহতভাবে লঙ্ঘন করে চলেছে।”
এ সময় তারা জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও মহলের নিস্ক্রিয়তারও তীব্র নিন্দা জানান।
বক্তারা অবিলম্বে এই হামলা বন্ধের পাশাপাশি ইসরাইলি পণ্য বর্জনেরও আহ্বান জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান