দিনাজপুর : দিনাজপুরের আমবাড়িতে বেইলী ব্রীজ ভেঙ্গে কয়েকটি যানবাহন নদীতে পড়ে যাওয়ার পর ওই এলাকায় বৃষ্টি হওয়ার কারনে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
যানবাহনগুলো দমকল বাহিনীর জেলা শহরের ৩টি ইউনিট এবং চিরিরবন্দর,ফুলবাড়ী এবং পার্বতীপুর থানা পুলিশসহ স্থানীয়রা উদ্ধারের প্রচেষ্টা চালালেও ভোরে মুশল ধারে বৃষ্টিপাতে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
এর মধ্যে একটি ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারীরা। সকাল থেকে চলছে আরও উদ্ধার তৎপরতা। তবে ৭ জন আহতের ঘটনা ঘটলেও ঘটনাস্থলে নদীতে পানি কম থাকায় কোন লাশ নেই বলে ধারণা করছে উদ্ধারকারীরা।
রাত সাড়ে ১০টায় উদ্ধার তৎপরতা শুরু করে দমকল বাহিনী এবং থানা পুলিশসহ স্থানীয়রা। তবে ৭জন আহত হয়েছে বলে তাৎক্ষনিকভাবে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনার পর ওই মহা-সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। আটকা পড়েছে কয়েকশত যানবাহন।
হানিফ পরিবহনের দিনাজপুর কাউন্টারের ব্যবস্থাপক বেলাল উদ্দিন জানিয়েছেন, চট্রগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী কোচ ব্রীজ অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই ট্রাকের ভারে বেইলী ব্রীজটি ভেঙ্গে ট্রাকটি নদীতে পড়ে গেছে। কোচটি ভেঙ্গে পড়া ব্রীজের উপর ঝুলে রয়েছে। পাথর বোঝাই ট্রাক দু’টিসহ যানবাহনগুলো দমকল বাহিনীর জেলা শহরের ৩টি ইউনিট এবং চিরিরবন্দর, ফুলবাড়ি এবং পার্বতীপুর থানা পুলিশসহ স্থানীয়রা উদ্ধারের প্রচেষ্ঠা চালালেও ভোরে মুশল ধারে বৃষ্টিপাত উদ্ধার তৎপরতা ব্যহত করেছে। এর মধ্যে একটি ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারীরা।
দমকল বাহিনীর কর্মকর্তা জাকির হোসেন জানান, ব্রীজ ভেঙ্গে ছোটবড় মিলে ৫টি বাহন নদীতে পড়েছে। ভোরে মুশল ধারে বৃষ্টিপাতে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছে। সকাল থেকে চলছে আবারও উদ্ধার তৎপরতা। তবে ৭ জন আহতের ঘটনা ঘটলেও ঘটনাস্থল নদীতে পানি কম থাকায় কোন লাশ নেই বলে ধারণা করছে উদ্ধারকারীরা।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান