ঢাকা: বহুল আলোচিত ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শুক্রবার। দুর্নীতির অভিযোগে ফিফার সহ সভাপতি সহ ৭ কর্মকর্তা গ্রেফতারের ঘটনার পর উয়েফাসহ বিভিন্ন সংগঠন ও ফুটবল ফেডারেশনের সভাপতিরা নির্বাচন পেছানোর দাবি জানালেও, যথাসময়েই সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সভাপতি নির্বাচন।
এদিকে উয়েফা সভাপতি মিশেল প্ল্যাতিনি সেপ ব্লাটারকে সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করলেও, তাতে রাজি হন নি ব্লাটার।
১৯০৪ সালে ৮ সদস্য নিয়ে সৃষ্টি হয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এরপর পেড়িয়ে গেছে ১১১ বছর। এর মধ্যে ফিফা পেয়েছে ৮ জন সভাপতি। তবে ফিফার ইতিহাসে সবচেয়ে আলোচিত নির্বাচন হয়তো হতে যাচ্ছে এবারই।
টানা ৫ম বারের মত সভাপতি হবার দৌড়ে এগিয়ে ছিলেন ১৯৯৮ সাল থেকে ফিফার শীর্ষ পদে থাকা সুইস সংগঠক জোসেফ ব্লাটার। ফিফার সঙ্গে ব্লাটারের সম্পর্কের শুরুটা ১৯৭৫ সালে। ৬ বছর ফিফার টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করার পর, ১৯৮১ থেকে ১৯৯৮ পর্যন্ত সংস্থাটির মহাসচিব ছিলেন ব্লাটার।
১৯৯৮ সালে ব্রাজিলিয়ান জোয়াও হাভেলাঙ্গের পর ফিফার ৮ম সভাপতি নির্বাচিত হন ব্লাটার। এরপর ২০০২, ২০০৭ ও ২০১১ সালে পুনরায় ফিফার সভাপতি নির্বাচিত হন তিনি। তবে এবারের ফিফা সভাপতি নির্বাচন বেশ আগে থেকেই উত্তাপ ছড়ায়।
সভাপতি পদে ব্লাটারের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন ফিফার বর্তমান সহ সভাপতি জর্ডানের প্রিন্স আলী বিন হুসাইন, ফিফার সাবেক কর্তা জেরোমে চাম্পাগনে, ডাচ ফুটবল ফেডারেশনের সভাপতি মাইকেল ভ্যান প্রাগ ও সাবেক ফুটবলার লুইস ফিগো। তবে প্রিন্স আলী ছাড়া সবাই নাম প্রত্যাহার করে নিলে ব্লাটারের একমাত্র প্রতিপক্ষ হন প্রিন্স আলী।
তবে নির্বাচনের ঠিক ২ দিন আগে দুর্নীতির অভিযোগ ফিফার সহ-সভাপতি জেফরি ওয়েব সহ ৭ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করে সুইজারল্যান্ডরে পুলিশ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ে দাবি গ্রেফতারকৃত কর্মকর্তারা ঘুষ খেয়েছেন। এরপরই ফিফা নির্বাচনের পুরো দৃশ্যপট পালটে যায়।
গণমাধ্যমে খবর আসে উয়েফা নির্বাচন বয়কট করবে। কিন্তু ফিফার ইমেজ রক্ষায় উয়েফা সভাপতি ও ফিফার সহ সভাপতি মিশেল প্ল্যাতিনি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন। তবে সভাপতি পদ থেকে ব্লাটারকে সড়ে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি।
এদিকে, বৃহস্পতিবার শুরু হয়েছে দুর্নীতির অভিযোগে ফিফার ৬৫তম কংগ্রেস। বাংলাদেশ সময় রাত ৯টায় সইজারল্যান্ডের জুরিখস্থ ফিফা সদর দপ্তরে শুরু হয়েছে এই কংগ্রেস। পৃথিবীর ৫টি মহাদেশের ফুটবল সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ আর ফিফার সদস্যভূক্ত ২০৯টি দেশের শীর্ষ ফুটবল কর্মকর্তাদের অংশ গ্রহণে শুরু হয়েছে ফিফার এ বার্ষিক কংগ্রেস।
৬৫তম কংগ্রেস শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অনুরোধে সংস্থাটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেছে সুইজারল্যান্ডের পুলিশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান