ঢাকা: কাওরান বাজারের ন্যাশনাল ব্যাংকের নির্মাণাধীন ভবনের পাইলিং দুর্ঘটনা মোকাবিলায় এখন পর্যন্ত সেনাবাহিনীর প্রয়োজন পড়েনি বলে জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আনিসুল হক।
পরিস্থিতি দেখতে এসে বৃহস্পতিবার রাত সাড়ে ১২দিকে সাংবাদিকের তিনি একথা বলেন।
আনিসুল হক বলেন, ‘দুর্ঘটনা মোকাবিলা করতে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে অনেক গণমাধ্যম প্রকাশ করেছে, এটা ঠিক না। এখন পর্যন্ত সেনাবাহিনীকে প্রয়োজন পড়েনি। তবে আমরা তাদের পরামর্শ নিয়ে কাজ করছি।’
তিনি বলেন, ‘উত্তর সিটির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল গাজী ফিরোজুর রহমান নিজেও একজন অফিসার। আমরা প্রতিনিয়ত তার পরামর্শ নিচ্ছি।’
তিনি বলেন, ‘নির্মাণাধীন এলাকা ঝুঁকিমুক্ত করতে এ মুহূর্তে অনেক বেশি বালু ফেলা দরকার। ইতোমধ্যে দেশের বড় বড় কনস্ট্রাকশন কোম্পানিকে বালু দিতে বলেছি।’
রাজধানীবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘এখানে প্রাণহানির কোনো আশঙ্কা নেই। দয়া করে কেউ আতঙ্কিত হবেন না।’