রাজশাহী: রাজশাহী নগরীর মিঞাপাড়া এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিতে ছাত্রলীগের এককর্মী নিহত হয়েছেন। নিহত ওই কর্মীর নাম জীবন শেখ (২২)। তিনি নগরীর রাজারহাতা এলাকার হোসেন শেখের ছেলে।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর ছেলে রেদওয়ানুল তুষার ওরফে শামীমসহ অন্তত আরো ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের নাম এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থায়ীরা জানায়, রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতা (বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি) আতিকুর রহমান কালুর ছোট ছেলে ও সিটি কলেজ শাখা ছাত্রলীগকর্মী তুহিনকে মারপিট করে সভাপতি রবিন গ্রুপের ছেলেরা। ওই ঘটনার জের ধরে তুহিন দলবল নিয়ে রাজশাহী সিটি কলেজ গিয়ে রবিন গ্রুপের ছেলেদের মারপিট করে। রাতে রবিন গ্রুপের ছেলেরা গণকপাড়া এলাকায় তুহিনকে মারার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় হামলাকারীরা তুহিনের বড় ভাই রেদওয়ানুল রহমান তুষারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষই আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। কয়েকটি দোকানপাটে ব্যাপক ভাঙচুর করা হয়। এসময় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গুলিবিদ্ধ হন জীবন বিশ্বাস।
পরে আশঙ্কাজনক অবস্থায় জীবনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মহানগরের বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহমুদুর রহমান জানান, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। ঘটনার পর রাণীবাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি তদন্ত।