পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

জবি সাংবাদিকদের পাল্টাপাল্টি মামলা

বাংলার খবর২৪.কমindex_49142 : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের পাল্টাপাল্টি মামলা হয়েছে। মঙ্গলবার কোতোয়ালী থানায় মামলা দুটি করা হয়।

অভিযোগ রয়েছে, জবি শাখা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলামের নির্দেশে বিভিন্ন গণমাধ্যমের ১৫ জন ক্যাম্পাস প্রতিনিধির বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে একটি মামলা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জবির ফটো সাংবাদিক কাজী মোবারককে বাদী করে মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী কাজী মোবারক শরিফুল ইলামের পক্ষের কর্মী হিসেবে ক্যাম্পাসে সুপরিচিত।

অপরদিকে এ মামলার পর রাত সাড়ে ৯টার দিকে বাদী হয়ে পাল্টা মামলা করেন দৈনিক কালের কণ্ঠের জবি প্রতিনিধি ও জবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জসীম রেজা।

রোববার মানববন্ধনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এ মামলাটি করা হয়। এতে মোবারকসহ ছাত্রলীগের ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, দৈনিক প্রথম আলো, কালের কন্ঠ ও ডেইলি সানের বিরুদ্ধে ঢাকা-১৫ আসনের সরকারদলীয় এমপি কামাল মজুমদারের দায়ের মামলার প্রতিবাদে রোববার ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে কোনো কারণ ছাড়াই হামলা করেন কাজী মোবারক ও শরিফুলের কর্মীরা। তখন সংঘর্ষে প্রায় ১২ জন সাংবাদিক আহত হন।

এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তাই ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে জবি শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুলের নির্দেশে মোবারক বাদী হয়ে মারধরের শিকার ১৫ সাংবাদিককে আসামি করে একটি মামলা করেন।

মোবারকের দায়ের করা মামলার আসামিরা হলেন : জসীম রেজা, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম, প্রথম আলোর প্রতিবেদক মুসা আহমেদ, সমকালের এস এম আল-আমিন, জনকণ্ঠের হাসান ইমাম, মানবজমিনের গোলাম মাওলা, ইত্তেফাকের জুবাইর হোসাইন, নিউ নেশনের হাসান মাহমুদ, ইন্ডিপেন্ডেন্টের রফিকুল ইসলাম, নিউএজের ইমরুল হাসান বাপ্পি, শীর্ষ নিউজের নজরুল ইসলাম, ভোরের ডাকের সাদ্দাম হোসাইন, অর্থসূচকের মিরাজুল ইসলাম, নতুন বার্তার মাহফুজুর রহমান ও বাংলার বার্তার জহিরুল ইসলাম।

অন্যদিকে জসিম রেজার দায়ের পাল্টা মামলার আসামিরা হলেন: কাজী মোবারক, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মনিরুজ্জামান, সকালের খবরের তানভির রায়হান, বর্তমানের সুব্রত মন্ডল, দ্যা রিপোর্টের লুৎফর রহমান, বাংলা মেইলের হেদায়েত বাবু ও ছাত্রলীগ কর্মী রাশেদুজ্জামান, জামাল হোসেন ও ফয়সাল শাহিনসহ অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুইপক্ষের একাধিক সাংবাদিক ও পুলিশের এক কর্মকর্তা জানান, সাংবাদিকদের দুই পক্ষই মামলা করতে অনিহা প্রকাশ করেছেন। পরে মঙ্গলবার মোবারককে সঙ্গে নিয়ে মামলা করেছেন শরিফুল ইসলাম। কারণ, ছাত্রলীগের সব অপকর্মের সংবাদ বিভিন্ন সময় প্রকাশ করে আসছিলেন ওই সকল সংবাদপত্র ও অনলাইনগুলো।

তবে মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন শরিফুল ইসলাম।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পাল্টাপাল্টি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

জবি সাংবাদিকদের পাল্টাপাল্টি মামলা

আপডেট টাইম : ০৩:১৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কমindex_49142 : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের পাল্টাপাল্টি মামলা হয়েছে। মঙ্গলবার কোতোয়ালী থানায় মামলা দুটি করা হয়।

অভিযোগ রয়েছে, জবি শাখা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলামের নির্দেশে বিভিন্ন গণমাধ্যমের ১৫ জন ক্যাম্পাস প্রতিনিধির বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে একটি মামলা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জবির ফটো সাংবাদিক কাজী মোবারককে বাদী করে মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী কাজী মোবারক শরিফুল ইলামের পক্ষের কর্মী হিসেবে ক্যাম্পাসে সুপরিচিত।

অপরদিকে এ মামলার পর রাত সাড়ে ৯টার দিকে বাদী হয়ে পাল্টা মামলা করেন দৈনিক কালের কণ্ঠের জবি প্রতিনিধি ও জবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জসীম রেজা।

রোববার মানববন্ধনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এ মামলাটি করা হয়। এতে মোবারকসহ ছাত্রলীগের ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, দৈনিক প্রথম আলো, কালের কন্ঠ ও ডেইলি সানের বিরুদ্ধে ঢাকা-১৫ আসনের সরকারদলীয় এমপি কামাল মজুমদারের দায়ের মামলার প্রতিবাদে রোববার ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে কোনো কারণ ছাড়াই হামলা করেন কাজী মোবারক ও শরিফুলের কর্মীরা। তখন সংঘর্ষে প্রায় ১২ জন সাংবাদিক আহত হন।

এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তাই ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে জবি শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুলের নির্দেশে মোবারক বাদী হয়ে মারধরের শিকার ১৫ সাংবাদিককে আসামি করে একটি মামলা করেন।

মোবারকের দায়ের করা মামলার আসামিরা হলেন : জসীম রেজা, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম, প্রথম আলোর প্রতিবেদক মুসা আহমেদ, সমকালের এস এম আল-আমিন, জনকণ্ঠের হাসান ইমাম, মানবজমিনের গোলাম মাওলা, ইত্তেফাকের জুবাইর হোসাইন, নিউ নেশনের হাসান মাহমুদ, ইন্ডিপেন্ডেন্টের রফিকুল ইসলাম, নিউএজের ইমরুল হাসান বাপ্পি, শীর্ষ নিউজের নজরুল ইসলাম, ভোরের ডাকের সাদ্দাম হোসাইন, অর্থসূচকের মিরাজুল ইসলাম, নতুন বার্তার মাহফুজুর রহমান ও বাংলার বার্তার জহিরুল ইসলাম।

অন্যদিকে জসিম রেজার দায়ের পাল্টা মামলার আসামিরা হলেন: কাজী মোবারক, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মনিরুজ্জামান, সকালের খবরের তানভির রায়হান, বর্তমানের সুব্রত মন্ডল, দ্যা রিপোর্টের লুৎফর রহমান, বাংলা মেইলের হেদায়েত বাবু ও ছাত্রলীগ কর্মী রাশেদুজ্জামান, জামাল হোসেন ও ফয়সাল শাহিনসহ অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুইপক্ষের একাধিক সাংবাদিক ও পুলিশের এক কর্মকর্তা জানান, সাংবাদিকদের দুই পক্ষই মামলা করতে অনিহা প্রকাশ করেছেন। পরে মঙ্গলবার মোবারককে সঙ্গে নিয়ে মামলা করেছেন শরিফুল ইসলাম। কারণ, ছাত্রলীগের সব অপকর্মের সংবাদ বিভিন্ন সময় প্রকাশ করে আসছিলেন ওই সকল সংবাদপত্র ও অনলাইনগুলো।

তবে মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন শরিফুল ইসলাম।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পাল্টাপাল্টি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।