ঢাকা : নোয়াখালী জেলার সুবার্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে প্রকাশ্য ব্যালট পেপারে সিল মারাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সুবার্ণচর থানার (ওসি) এনামুল কবিরকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে ইসি।
বৃহস্পতিবার ইসির উপ সচিব সামসুল আলম স্বাক্ষরিত একটি নির্দেশনা রিটার্নিং অফিসারকে ইসির পক্ষ থেকে দেওয়া হয় ।
ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে না দিয়ে নিজেরা দরজা বন্ধ করে ব্যালট পেপারে সিলমারাসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ইসি প্রিজাইডিং অফিসারসহ ৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৩ জন পুলিং অফিসারের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করার জন্য রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, গত ২৫ মে সুবার্ণচর উপজেলার চর বাটা ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়।