ভোলা : ভোলার চরফ্যাশনের আছলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মোস্তফা হাওলাদার ও তার সহযোগিদের বিরুদ্ধে গরু,মহিষ চুরি করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
মনপুরা,ঢালচর,পাতিলা,কুকরীর গরু,মহিষ চোরাই চক্রের সিন্ডিকেট প্রধান হিসেবে মোস্তফা হাওলাদার ও তার সহযোগিদের দ্বারা গরু,মহিষ চুরির ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
আছলামপুর ইউনিয়নের আ’লীগ নেতা ও ইউপি সদস্য অজিউল্যাহ মিয়া জানান,গরু,মহিষ চোরাই চক্রের সিন্ডিকেট প্রধান মোস্তফা হাওলাদার ইতোমধ্যে ৯৬টি গরু,মহিষ চুরি করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর মোস্তফা ও তার সহযোগিরা মনপুরা,ঢালচর,পাতিলা,কুকরী থেকে গরু,মহিষ চুরি করে রাতের আঁধারে নৌকা,ট্রলারের মাধ্যমে চরফ্যাশনের চর আরকম ও বরফ কল এলাকায় এনে বনে রাখে। এখান থেকে চরফ্যাশনের নুরুল ইসলাম কসাই সহ বিভিন্ন কসাইর মাধ্যমে গরু,মহিষ গুলো বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
সম্প্রতি মোস্তফা ও তার সহযোগিদের গরু,মহিষ চুরির ঘটনা এলাকায় প্রকাশ পেলে মনপুরা উপজেলার সাবেক চেয়ারম্যান নজির আহমেদ মিয়ার চুরি হয়ে যাওয়া গরু,মহিষও মোস্তফা ও তার সহযোগিরা চুরি করেছে বলে প্রমানিত হয়। এ ঘটনায় মোস্তফা সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা নজির আহমেদ মিয়াকে নগদ ৩ লাখ টাকা জরিমানা ও ৩টি মহিষ ফেরত দিয়ে রক্ষা পায়।
স্থানীয় সূত্র জানায়,এছাড়াও বিভিন্ন অপকর্ম ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগে মোস্তফাকে বিভিন্ন সময় জনসন্মুখে শাস্তি দেয়া হয়েছে।
এদিকে চুরি যাওয়া গরু,মহিষ মালিকদের মধ্যে ১১ব্যাক্তি তাদের চুরি হওয়া গরু,মহিষ ফেরত ও মোস্তফা ও তার সহযোগি মো. মুহসিন, মো. গফুর,নোয়াব,আবুল কালাম মাঝি,সেলিম বেপারী ও বশির বেপারি সহ ১৪ ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পরিবেশ ও বন মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকবের বরাবরে আবেদন করে।ওই আবেদনের প্রেক্ষিতে উপ-মন্ত্রী জরুরী ব্যবস্থা গ্রহনের জন্য চরফ্যাশন পৌরসভার মেয়র আঃ ছালাম হাওলাদারকে নির্দেশ দেয়।
মেয়র আঃ ছালাম হাওলাদার জানান,চুরি হওয়া গরু,মহিষের প্রকৃত মালিক ইসমাইল মিয়া সহ ১১ব্যাক্তির উপ-মন্ত্রীর নিকট দেয়া আবেদনের আলোকে বৃহস্পতিবার(২৮মে) বিচার ফয়সালার তারিখ নির্ধারিত ছিল। বিবাদী মোস্তফা সময়ের আবেদন করায় বৃহস্পতিবার বিচার ফয়সালা করা সম্ভব হয় নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান