বগুড়া : বগুড়ার আদমদীঘিতে দুইজন জ্বীনের বাদশা ও এক মাদক বিক্রেতাকে গ্রেফতারের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুজ্জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড।
বৃহস্পতিবার বিকেলে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
পুলিশ জানায়, জ্বীনের বাদশা নাটোর সদর উপজেলার চকবৈদ্যনাথ গ্রামের তছলিম উদ্দিনের ছেলে আছের আলী (৩৬) ও কামারদিয়া গ্রামের তমেজ উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৫৩) কে ৩ মাস করে ও আদমদীঘির নসরতপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ওমর ফারুক (৩৩) কে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শারীব সার-কারখানার নিকট বগুড়াগামী একটি বাস তল্লাসি করে নেশার সরঞ্জামসহ সাজাপ্রাপ্ত দুই জ্বীনের বাদশা ও ২ কেজি গাঁজাসহ ফারুককে গ্রেফতার করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান