জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৮ তম ব্যাচের শিক্ষার্থীদের ‘শিক্ষা সমাপনী অনুষ্ঠান’ (র্যাগ) উদযাপনের অন্যতম অংশ রাজা-রানী নির্বাচন অনুষ্ঠিহত হবে ২৯ মে শুক্রবার। এ উপলক্ষে সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ভোগ গ্রহন চলবে।
বৃহস্পতিবার র্যাগ-৩৮ এর উদ্যোগে বিকেলে জাকসু ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মলনে এ তথ্য জানানো হয়। এসময় সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন রাজা-রানী নির্বাচনে ও নির্বাচন কমিশনার জনি আলম, র্যাগ-৩৮ উদযাপন কমিটির আহ্বায়ক মু. আসাদুজ্জামান নোহাশ, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মেহেদী, সহকারী নির্বাচন কমিশনার তানভীর আহমদ এবং র্যাগ-৩৮ উদযাপন কমিটির হল প্রতিনিধিবৃন্দ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, র্যাগ-৩৮ এর রাজা-রানী নির্বাচনে ৪ জন প্রর্থীকে ১৪০৭ জন ভোটার নির্বাচিত করবে। প্রর্থীদের মধ্যে শিহাব শাওন ও এ কে এম সৌরভ জাহিন রাজা এবং সাদিয়া রহমান সেজুতি ও রেহনুমা তাসনিম ফারিবা রানী নির্বাচনে প্রতিদন্দ্বীতা করছেন। ভোট গ্রহন শেষে রাত আটায় প্রশাসনি ভবনে অথবা প্রক্টের অফিসে ভোট গননা করা হবে।
এদিকে রাজা প্রার্থী সৌরভ জাহিন শীর্ষ নিউজকে জানান, র্যাগার বন্ধুদের সাথে আছি, থাকতে চাই।