ঢাকা: ন্যাশন্যাল ব্যাংকের নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিং ধসের ঘটনায় সুন্দরবন হোটেলটি এখনও পুরোপুরি শঙ্কা মুক্ত নয়। হোটেল কর্তৃপক্ষ ইতিমধ্যে কাজের ধীর গতি নিয়ে অভিযোগ করেছে। এবং তাদের হোটেল রক্ষার যথাযত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
গতকাল (বুধবার) ঘটনার পর সিদ্ধান্ত হওয়া স্বত্ত্বেও এখনো পর্যন্ত ধসে যাওয়া স্থানটি ভরাট করা হয়নি। ঘটনার একদিন পরেই কাজের সমন্বয়হীনতার অভাব দেখা দিয়েছে। সে জন্য বাধ্য হয়ে দুর্ঘটনা মোকাবেলার দায়িত্ব সেনাবাহিনীকে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।
তবে ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীদের অনেকেই মনে করেন, ঢাকার দুই সিটি করপোরেশন ও রাজউকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবীদের সহায়তায় দুর্ঘটনা মোকাবেলায় উদ্যোগ নেওয়া হলেও কার্যত তারা ব্যর্থ হয়েছে।
সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার বিষয়ে মেয়র আনিসুল হক বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করা হয়েছে।
ঘটনাস্থলে সাংবাদিকদের সামনে কনস্ট্রাকশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) আনিসুল হক টেলিফোনে বলেন, আপনি সাড়ে ৩০০ ট্রাকের কথা বলেছেন। এখন পর্যন্ত একটি ট্রাকও আসেনি। আমি দায়িত্ব ছেড়ে দিচ্ছি। বৃষ্টি এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে দায়িত্ব আপনার।
এদিকে এ ঘটনায় ন্যাশনাল ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা এবং নির্মাণ প্রতিষ্ঠানকে দায়ী করে রাজউক অঞ্চল-৫ এর অথরাইজড কর্মকর্তা এজেএম শফিউল হান্নান বাদী কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান