বাংলার খবর২৪.কম: নতুন নতুন পণ্য তৈরির মাধ্যমে দেশের নারী উদ্যোক্তাদের রফতানিকারক হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
মঙ্গলবার রাজধানীর ইনিস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে ‘ তৃণমূল নারী উদ্যোক্তা পুরস্কার-২০১৩ ’ এবং তৃণমূল নারী উদ্যোক্তাদের জন্য একটি আর্থিক সেবার উদ্বোধন অনুষ্ঠানে গভর্নর এ আহ্বান জানান।
এসময় তিনি বলেন, নারী উদ্যোক্তা সৃষ্টিতে এসএমই খাতের পুনঃঅর্থায়ন স্কিমের ১৫ শতাংশ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ থেকে স্বল্প সুদে ও সহজ শর্তে নারীদের ঋণ দেওয়া হবে।
গভর্নর বলেন, নতুন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক ১শ’ কোটি টাকার একটি পুনঃঅর্থায়তন তহবিল গঠন করেছে, যার অধীনে ২২টি ব্যাংক ও ১০টি আর্থিক প্রতিষ্ঠান চুক্তি স্বাক্ষর করেছে।
উদ্যোক্তারা বেসরকারি ব্যাংকগুলো থেকে কি পরিমাণ ঋণ নিচ্ছে তা কেন্দ্রীয় ব্যাংককে জানানোর জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান গভর্নর।
২০১৪ সালের জুন মাস পর্যন্ত ১০ হাজার নারী উদ্যোক্তার অনুকূলে এসএমই ঋণের বিপরীতে ৮৪২ কোটি টাকা পুনঃঅর্থায়ন করেছে বাংলাদেশ ব্যাংক।
এছাড়া ২০১৩ সালে সকল ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ৪১ হাজার ৬৯৫ জন নারী উদ্যোক্তার অনুকূলে সর্বমোট ৩ হাজার ৩৪৭ কোটি টাকা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিবি গভর্নর।
তিনি আরো জানান, ব্যবসাক্ষেত্রে বৈচিত্র আনতে ও উদ্যোক্তা বাড়াতে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে এসএমই ঋণের সুদের হার সর্বোচ্চ ১০ শতাংশ নির্ধারণের জন্যই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে নির্দেশ দেওয়া হয়েছে।
এসোসিয়েশন অব গ্রসরুটস উইমেন এ্যান্টারপ্রিনিয়ার্স বাংলাদেশ (এজিডব্লিউইবি) এর সভাপতি মৌসুমী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারোয়ার প্রমুখ।
অনুষ্ঠানে এই প্রথম ৫২৩ জন নারী উদ্যোক্তার মধ্য হতে ১০ জনকে সেরা নারী উদ্যোক্তার পুরস্কার প্রদান করা হয়।
এর মধ্যে ৩ জনকে সেরাদের সেরা নারী উদ্যোক্তা পুরস্কার প্রদান করা হয়। এদের মধ্যে চ্যাম্পিয়ন হন ঠাকুরগাঁও জেলার মোকসেদা বেগম। তিনি অন্যন্যা হস্তশিল্পের মালিক।
প্রথম রানার্স আপ হয়েছেন যশোরের কোহিনুর হস্তশিল্পের মালিক কোহিনুর আক্তার। দ্বিতীয় রানার্স আপ দিনাজপুরের গ্লামার ফ্যাশন হাউজ ও রোজ বিউটি পার্লারের মালিক শাহনাজ বেগম রোজী।
চ্যাম্পিয়ন নারী উদ্যোক্তাকে ৩ লাখ টাকার চেক ও ক্রেস্ট প্রদান করেন স্পিকার। প্রথম ও দ্বিতীয় রানার্স আপ অর্জনকারীকে এক লাখ টাকার চেক ও একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান