গো-মাংস নিয়ে এবার অন্তর্দ্বন্দ্বে জড়ালেন ভারত সরকারেরর মন্ত্রীরা৷ কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রী বলেছেন, তিনি নিজে গরুর মাংস খান। পারলে তাকে ঠেকান।
উল্লেখ্য, কয়েকদিন আগে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি বলেছিলেন, ‘যারা গোমাংস খেতে চান তাঁরা পাকিস্তানে চলে যান৷’ নাকভির এই মন্তব্যের বিরোধিতা করে মঙ্গলবার তারই সহকর্মী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘আমি গো-মাংস খাই৷ আমি অরুণাচলের বাসিন্দা৷ গো-মাংস খাওয়া থেকে কেউ আমাকে আটকাতে পারবে? এটি একটি গণতান্ত্রিক দেশ৷ কারোর মন্তব্যে কিছু যায় আসে না৷’
রিজিজু আরো বলেন, নাকভির এহেন মন্তব্য সঠিক নয়৷ হিন্দু অধ্যুষিত রাজ্যগুলি গো-হত্যা বন্ধ করার জন্য আইন প্রণয়ন করতে পারে৷ কিন্তু সেগুলো উত্তর-পূর্বের রাজ্যগুলিতে প্রয়োগ করা যায় না৷ কারণ, এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষই গো-মাংসের উপর নির্ভরশীল৷
এদিকে, বিজেপি-র এই অন্তর্কলহ নিয়ে ময়দানে নেমে পড়েছে কংগ্রেস৷ কংগ্রেস মুখপাত্র শাকিল আহমেদ ট্যুইট করে বলেন, ‘মোদি সরকারের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, তিনি গো-মাংস খান৷ তাহলে নকভি কবে নিজের সহকর্মীকে পাকিস্তানে পাঠাবেন?’