ডাবলিন: জাতিসংঘ মহাসচিব মঙ্গলবার তার ব্রাসেলস সফরের প্রাক্কালে বলেছেন, ভূমধ্যসাগর পাড়ি জমানো অভিবাসীদের সহায়তায় ইউরোপকে অবশ্যই আরো বেশি উদ্যোগ নিতে হবে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের একটি নৌ-অভিযান পরিকল্পনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী এন্ডা কেনির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বান কি মুন ভূমধ্যসাগরে তল্লাসি ও উদ্ধার অভিযান আরো জোরালো করার আহ্বান জানিয়ে বলেন, ‘ইউরোপ আরো বেশি সহায়তা দিতে পারে।’
বান কি মুন বলেন, ‘আমি ইউরোপীয় নেতৃবৃন্দকে এই সমস্যা আরো সর্বাত্মক ও সমম্বিত উপায়ে মোকাবেলার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, এ সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়ার ক্ষেত্রে অবশ্যই যে সব দেশ থেকে এ সমস্যা উদ্ভুত হয়েছে সে সব দেশেই এ সমস্যার মূল কারণ খুঁজতে হবে।
তিনি বলেন, সহৃদয়তা ছাড়া আপনারা এটি করতে পারবেন না। সবার আগে আমাদের মানুষের জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীবর্গ গম সপ্তাহে ভূমধ্যসাগরে মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়তে একটি সামরিক অভিযানের পরিকল্পনা অনুমোদন করেছে। তবে লিবিয়ার জলসীমায় মানবপাচারকারীদের নৌকা ধবংস করার প্রস্তাবটিতে এখানো জাতিসংঘের অনুমোদনের প্রয়োজন রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান