চট্টগ্রাম: চট্টগ্রামে চাঁদার জন্য এক হকারকে বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে রাজু নামের এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। ছাত্রলীগের ওই কর্মী আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে দাবি করেছে হকার্স সমিতির নেতারা।
বুধবার বিকেল ৩টার দিকে নগরীর কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড়ে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বলেন, নিউ মার্কেট মোড়ে মঞ্জু নামে এক হকারের কাছে চাঁদা দাবি করে রাজু। চাঁদা দিতে না চাইলে রাজুসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী তার উপর হামলা চালায়। খবর পেয়ে অন্য হকাররা মঞ্জুকে উদ্ধারে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে উল্লেখ করে জসীম বলেন, অবিলম্বে রাজুকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে হকাররা আন্দোলনে যেতে বাধ্য হবে।
এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ ইবনে আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলকরণ থেকে কয়েকজন যুবক এসে নিউ মার্কেট মোড়ের হকারদের উচ্ছেদ করে। এ খবর ছড়িয়ে পড়লে হকারদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান