রোম : সারা বিশ্বে ক্ষুধা-পীড়িত মানুষের সংখ্যা প্রথমবারের মতো ৮০ কোটির নীচে নেমে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও)।
এফএও বুধবার তাদের বার্ষিক প্রতিবেদনে এ পরিসংখ্যান উল্লেখ করে বলেছে, জাতিসংঘ ক্ষুধা-পীড়িত মানুষের সংখ্যা গণনা শুরু করার পর প্রথমবারের মতো এ সংখ্যা ৮০ কোটির নীচে নেমেছে।
রোম ভিত্তিক সংস্থাটি জানায়, বর্তমানে সারাবিশ্বে ৭৯ কোটি ৫০ লাখ লোক ক্ষুধার কষ্টে ভুগছে। এ সংখ্যা ১৯৯০-৯২ সময়ের চেয়ে ২১ কোটি ৬০ লাখ কম।
সংস্থা আশাবাদ ব্যক্ত করে বলেছে, বিশ্ব আজকের তরুণ প্রজন্মের জীবৎকালেই এ সমস্যা নির্মূলের পথে রয়েছে।
সংস্থার প্রতিবেদনে বলা হয়, উন্নয়নশীল বিশ্বে অপুষ্টির হার কমে ১২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। সিকি শতাব্দি আগে এ হার ছিল ২৩ দশমিক ৩ শতাংশ।
এফএও’র পর্যবেক্ষণকৃত ১২৯টি দেশের মধ্যে ৭২টি চলতি বছরের মধ্যে অপুষ্টির হার অর্ধেকে নামিয়ে আনার সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জন করেছে। আর সামগ্রিকভাবে উন্নয়নশীল বিশ্ব সামান্যের জন্য এ লক্ষ্য অর্জনে সমর্থ হয়নি।
এফএও’র মহাপরিচালক যোসে গ্রাজিয়ানো দা সিলভা বলেন, ‘এমডিজি ক্ষুধা-মুক্তি টার্গেট প্রায় অর্জন করতে পারা প্রমাণ করে যে, আমরা সত্যিই আমাদের জীবদ্দশায়ই ক্ষুধার অভিশাপ নির্মূল করতে পারবো। আমরা অবশ্যই ক্ষুধামুক্ত প্রজন্মে পরিণত হবো।