বরিশাল : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের রোগীর স্বজন ও প্রতিপক্ষদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরমান মুন্সি (২৫), রিপন (২২), জাহিদ হাওলাদার (২৫) ও রফিক হাওলাদার (২৫) নামে ৪জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাত দেড়টার দিকে হাসপাতালের ৫তলায় সার্জারি ওয়ার্ডে এ সংঘর্ষ হয়। তবে এঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বরিশাল মেট্রোপলিটন কোতায়ালি মডেল থানা পুলিশ উভয় গ্রুপের ৪জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
রোগীর স্বজনরা জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঝালকাঠি জেলার নলছিটিতে দু’গ্রুপের সংঘর্ষে হয়। এসময় প্রতিপক্ষ উজ্জল হাওলাদার দলবল নিয়ে আলতাফ হাওলাদারকে পিটিয়ে গুরুতর জখম করেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসা হয়। একই সাথে সেখানে উজ্জলের গ্রুপটি অবস্থান নিয়ে অসুস্থ্য আলতাফকে ভর্তি এবং চিকিত্সা দানে বাধা দেয়ার চেষ্টা চালায়।এনিয়ে উভয় গ্রুপের মধ্যে শেবাচিমে ব্যাপক সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং উভয় গ্রুপের ৪জনকে আটক করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসে জানান, বিষয়টি নিয়ে উভয় গ্রুপের মধ্যে মিমাংসার চেষ্টা চলছে। সমঝোতায় আসলে আটককৃদের ছেড়ে দেয়া হতে পারে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান