ঢাকা : জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা কাজী জাফর আহমদ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকায় দেশজুড়ে গুম, খুন আতঙ্কের সঙ্গে নতুন মাত্রায় যুক্ত হয়েছে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের মরণযাত্রা।
তিনি বলেন, এসব দেশগুলোর গভীর জঙ্গলে একের পর এক গণকবরের সন্ধানে স্বজনদের বিলাপ, আতঙ্ক-উৎকণ্ঠা আর হতাশায় ভারী হয়ে উঠেছে সারাদেশ। দালালচক্রের মুক্তিপণ আদায় ও নির্মম নির্যাতনের শিকার হয়ে হাজার-হাজার বাংলাদেশিদের ঠাঁই হচ্ছে গণকবরে, নয় তো সাগরের নোনাজলে। একের পর এক এসব ঘটনার জন্য সরকারের দূর্বল কাঠামোকে দায়ী করেন তিনি।
কাজী জাফর আহমদ বলেন, প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি “ছরকা ছাত ছরকা বিকাশ” (সবাইকে নিয়ে সবার উন্নয়ন) শ্লোগান দিয়ে ১২৫ কোটি জনগণকে ঐক্যবদ্ধ করার প্রায়াস চালাচ্ছেন। বাংলাদেশের সীমান্ত সীমারেখা নির্ধারণ বিষয়ে ভারতের ৫৪৭ জন লোকসভার সদস্যবৃন্দকে তিনি এমনভাবে ঐক্যবদ্ধ করেছেন একজন লোকসভার সদস্যও এ বিলের বিরোধিতা করেননি। আর বাংলাদেশে ৪০টি নিবন্ধিত দলের ৩৫ টি দলকে নির্বাচনের বাইরে রেখে ভোটার বিহীন নির্বাচন করে একক কর্তৃত্ব প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে সরকার। তিনি বলেন, বেগম খালেদা জিয়া জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ্ এ আন্দোলনের জয় হবেই।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকনকে আজ বিকাল ৪ টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। পার্টির গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ড. টি. আই. এম. ফজলে রাব্বি চৌধুরী, পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য এস. এম. এম. আলম, সাবেক সংসদ সদস্য নওয়াব আলী, আব্বাস খান, আনোয়ারা বেগম, খালেকুজ্জামান চৌধুরী, এডভোকেট মুহম্মদ শফিউদ্দিন ভূঁইয়া, মো. সেলিম মাস্টার, ভাইস চেয়ারম্যান ড. মো. নুরুল আজহার শামীম, যুগ্ম-মহাসচিব এ এস এম শামীম, জাতীয় যুব সংহতির আহ্বায়ক মো. মহসিন সরকার, জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মামুন-উল-হাসিব ভূঁইয়া, সদস্য সচিব কাজী ফয়েজ আহমদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম-আহ্বায়ক মো. লোকমান হোসেন প্রমুখ।