বরিশাল :খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেন্ডার জমা দেওয়অ নিয়ে ঠিকাদারদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম অবস্থান নিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বরিশাল বিভাগের ৬জেলার খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খালি ড্রাম, হালপাত, হেসিয়ান ও খালি বস্তা নিলামে বিক্রয় বিজ্ঞপ্তি আহবান করা হয়। এর বিপরীতে মোট ১৩টি সিডিউল ক্রয় করেন সাধারণ ঠিকাদাররা।
বুধবার দরপত্র জমাদানের শেষ দিন ছিল। সকাল থেকে সাধারণ ঠিকদারা কার্যালয়ের সম্মুখে গেলে আওয়ামী লীগ নেতা মনির ওরফে পেট কাটা মনির সেখানে দলবল নিয়ে অবস্থান নেন। এসময় সাধারণ ঠিকাদাররা দরপত্র দাখিলের চেষ্টা করলে মনির তাদের দেখে নেয়ার হুমকি ও বাধা প্রদান করেন। এমনকি আহবান করা দরপত্রের কাজ তিনি না পেলে কাউকে কাজ করতে দেবেন না বলে হুমকি দেন।
জনৈক ঠিকদার জানান, আওয়ামী লীগ নেতা মনির ওরফে পেট কাটা মনির সংশ্লিষ্ট দপ্তরটির কর্মকর্তা আমজাদ হোসেনের সাথে আতাঁত করে কাজটি বাগিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছেন। এ কারণে সাধারণ ঠিকাদারদের প্রভাব খাটিয়ে টেন্ডার বক্সে কোন দরপত্র ফেলতে দেয়া হচ্ছে না।তবে এসব অভিযোগ অস্বীকার করে দপ্তরটির আঞ্চলিক কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, এখানে অনিয়মের কোন সুযোগ নেই।কারণ বিভাগের সকল জেলায় দরপত্র জমাদানের ব্যবস্থা রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান