ঢাকা: ভারতে চিকিৎসাধীন বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিষয় নিয়ে খবর- পরিবেশনা করতে গণমাধ্যমের মানবিক দৃষ্টি ভঙ্গি কামনা করেছে বিএনপি। দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সালাহ উদ্দিন আহমেদকে অসুস্থ অবস্থায় ভারতের শিলং এ পাওয়া যাওয়ার পর থেকেই চিকিৎসাধীন হয়ে হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন। সেখান থেকে একান্ত সাক্ষাৎকার দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কাজেই তিনি হাসপাতাল থেকে সাক্ষাৎকার দিয়েছেন বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা কাল্পনিক, বাস্তবতা বিবর্জিত। আমরা প্রত্যাশা করি গণমাধ্যম অত্যন্ত এ ব্যাপারে মানবিক দৃষ্টি ভঙ্গি বিবেচনায় নিয়ে খবর প্রচারের কাজ করবেন।
মঙ্গলবার বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সালাহ উদ্দিনের ব্যাপারে কারো কোনো তথ্য জানতে চাইলে দলের দায়িত্বশীল নেতা কিংবা পরিবারের সঙ্গে আলোচনা করে নিবেন। তাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। এটা মানবিক দৃষ্টি কোণ থেকে বিবেচনা করুণ।
এসময় ভারতের শিলং থেকে ঘুরে আসা দলটির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি বলেন, সালাহ উদ্দিন আহমেদ এখনো অসুস্থ। বেশ কয়েকটি রোগে তিনি আক্রান্ত । তার সঙ্গে দেখা করতে হলে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী পার হতে হয়। যেখানে একটি কাগজ কলম সঙ্গে নেয়া যায় না। সেখানে মোবাইলে কথা বলার প্রশ্নই আসে না। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সালাহ উদ্দিন আহমেদ কি করে ভারতের শিলং গেছেন এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে কোনো কথাবার্তা হয়নি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান