ঢাকা: মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আধুনিক বাংলার রূপকার উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ বলেছেন, মানুষের মন থেকে হারিয়ে যাওয়ার ব্যক্তি জিয়াউর রহমান নয়। কারণ, কোন ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পনার মাধ্যমে তিনি ক্ষমতায় আসেননি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া কল্যাণ পরিষদ আয়োজিত ‘জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সাগরে ভাসমান শ্রমিকদের সম্পর্কে দেশের বিশিষ্ট এ রাষ্ট্রবিজ্ঞানী বলেন, প্রতারিত এসব শ্রমিকদের উদ্ধারে সরকারের কোন উদ্যোগ নেই। এই সব শ্রমিক বিদেশে গিয়ে কাজ করে দেশে রেমিটেন্স পাঠালে বাংলাদেশ ব্যাংকের গর্ভণর গর্ব করে বলতো আমরা রেকর্ড গড়েছি, এটা আমাদের অর্জন।
সরকারকে অবিবেচক মন্তব্য করে এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, আজকে যে আমরা ভালো আছি তা আমার কিংবা আপনাদের জন্য না। আমরা ভালো আছি, তার কারণ অশিক্ষিত, আধা শিক্ষিত ৯০ লাখ শ্রমিকের জন্য। যারা ১৭০টি দেশে কাজ করে বাংলাদেশকে রেমিটেন্স পাঠায়।
আয়োজক সংগঠনের সভাপতি রাইজা খানম ঝুনুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক পলাশ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম জাহিদ, সংগঠনের উপদেষ্টা এডভোকেট আবেদ রেজা চৌধুরী প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান