ঢাকা : ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কারাবন্দী আব্দুল লতিফ সিদ্দিকীকে সরকার মুক্তি দেয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
চরমোনাই পীর বলেন, ‘‘দেশের আপামর ইসলামী জনতা যখন স্বঘোষিত মুরতাদ লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্ছার ভূমিকা পালন করছে, ঠিক সে মুহুর্তে সরকার তাকে মুক্তি দেওয়ার পায়তারা করছে। তার স্বীকারোক্তি অনুযায়ীই তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। কেননা সে নিজেই বলেছে আমি ধর্মদ্রোহী। তার এই দম্ভোক্তির পরও তাকে ছেড়ে দেয়া উচিত হবে না।
তিনি বলেন, ধর্মদ্রোহী, নাস্তিক-মুরতাদদের শাস্তির আইন সংসদে পাশ করতে ব্যর্থ হলে সর্বত্র আন্দোলন আরো জোরদার করা হবে।
তিনি আরও বলেন, আত্মস্বীকৃত মুরতাদ আব্দুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে আন্দোলন করা কোন রাজনীতি নয়। বরং এটা বাংলাদেশের প্রত্যেক রাসূলপ্রেমী মুসলমানের ঈমানী দায়িত্ব। আমরা আশা করি দলমত নির্বিশেষে সবাই এই ঈমানী দায়িত্ব পালনে এগিয়ে আসবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান