পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গাড়িতে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’ স্টিকার, ধন্ধে পুলিশ

দামি মাইক্রোবাস। সামনের গ্গ্নাসে লেমিনেটিং করা স্টিকার। তাতে লেখা_ ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি কাজে নিয়োজিত।’ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে রাজধানীতে একটি সংঘবদ্ধ চক্র এমন ভুয়া স্টিকার ব্যবহার করে দামি গাড়িতে ব্যবসায়ীদের তুলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তারা মূলত রাজধানীর উত্তরা, গুলশান, বনানী ও মিরপুর এলাকায় বেশি সক্রিয়। গত মঙ্গলবার মিরপুরে শাপলা ট্রেডার্সের কর্ণধার শাহিনুল ইসলামকে ফিল্মি কায়দায়
তুলে নিয়ে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। তবে ছিনতাই চক্রের বিধি বাম! ব্যবসায়ীকে মাইক্রোবাসের ভেতর তুলে হাত-পা ও চোখ বেঁধে ফেলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী ট্রাফিক সার্জেন্ট সাজ্জাদ হোসেনকে ধাক্কা দেয়। পুলিশ কর্মকর্তা মাইক্রোবাস থামানোর নির্দেশ দিলে তা অমান্য করে ছিনতাইকারী চক্রের সদস্যরা আরও দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় ওই চক্রের চার সদস্যকে হাতেনাতে ধরে ফেলা হয়। অন্যরা টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতার হওয়া চারজন জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও টার্গেট করা ব্যক্তিদের ধন্ধে রাখতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া স্টিকার ব্যবহার করে আসছে। অধিকাংশ সময় তারা ক্ষুদ্রাস্ত্রও ব্যবহার করে। এ ধরনের ঘটনায় প্রতি মাসে গড়ে অন্তত ৩০টি অভিযোগ যাচ্ছে র‌্যাবের কাছে।
মিরপুর থেকে গ্রেফতার আল-আমিন, মোস্তফা কামাল, মিজানুর রহমান ও সোহেল রানাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। জিজ্ঞাসাবাদের পর রোববার চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
চক্রটি কখনও ডেবিট-ক্রেডিট কার্ড ছিনিয়ে নিয়েও ব্যবসায়ীদের জিম্মি করে টাকা আদায় করে। বিভিন্ন ব্যাংকের সামনে তাদের নিজস্ব এজেন্ট থাকে। কেউ মোটা অঙ্কের টাকা তুললে তারা সহযোগীদের জানায়। মিরপুরে গ্রেফতার একই চক্রের সদস্যদের বিরুদ্ধে বনানী, উত্তরা ও পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে। গত ফেব্রুয়ারিতে মিরপুরে এই চক্র রুবেল এন্টারপ্রাইজের মালিক আলী আফসার রুবেলকে মাইক্রোবাসে তুলে সোয়া লাখ টাকা ছিনিয়ে নিয়ে কালশী এলাকায় ফেলে যায়। চক্রটিকে গ্রেফতারের পর মিরপুর থানায় গিয়ে দুই ছিনতাইকারী মোস্তফা ও মিজানুরকে শনাক্ত করেন ওই ব্যবসায়ী।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, মাইক্রোবাস ও প্রাইভেটকারে ছিনতাই পার্টির সদস্যরা কয়েকটি ভিন্ন ধরনের অপরাধ করে যাচ্ছে। এক. একটি গ্রুপ ব্যবসায়ীদের টার্গেট করে নগদ টাকা ছিনিয়ে নেয়; দুই. তরুণীদের টার্গেট করে গাড়িতে তুলে নগদ টাকা ও ক্রেডিট-ডেবিট কার্ড দিয়ে টাকা তোলে; তিন. একটি গ্রুপ মাইক্রোবাসে তোলার পর তরুণীদের ধর্ষণ করে; চার. আরেকটি চক্র ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের গাড়িতে তোলার পর রাজধানী ও আশপাশে কোনো গোপন এলাকায় নিয়ে জোরপূর্বক তরুণীদের দিয়ে বিবস্ত্র অবস্থায় ছবি তুলে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে।
পুলিশের মিরপুর বিভাগের ডিসি নিশারুল আরিফ বলেন, চক্রটি মিরপুর ছাড়াও রাজধানীর আরও কয়েকটি এলাকায় ছিনতাই করে আসছিল। অধিকাংশ সময় তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের ভুয়া স্টিকার ব্যবহার করে।
র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, সংঘবদ্ধ চক্রের এ ধরনের অপরাধের ব্যাপারে প্রতি মাসে অন্তত ৩০টি অভিযোগ পাওয়া যায়। মিরপুরে যে চক্রটি গ্রেফতার হয়েছে তাদের মধ্যে একজন মাস দেড়েক আগে উত্তরায় গ্রেফতার হয়। পরে জামিনে বেরিয়ে একই ধরনের কাজে জড়ায়।
মিরপর থানার ওসি সালাহ উদ্দিন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া বেশভূষা ধারণ করে গ্রেফতার হওয়া চক্রটি ঘুরে ঘুরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছে। পুরো চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে।
শাপলা ট্রেডার্সের কর্ণধার শাহিনুল ইসলাম বলেন, ১৯ মে দুপুর দেড়টার দিকে ইস্টার্ন ব্যাংকের দারুস সালাম শাখা থেকে টাকা তুলে মূল সড়কে আসার পরই হ্যান্ডকাফ আর ওয়্যারলেস সেটসহ চারজন তার সামনে গিয়ে ডিবির পরিচয় দিয়ে গাড়িতে তোলার চেষ্টা করে। পরিচয়পত্র দেখতে চাইলে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। ২০-২৫ মিনিট পর ‘ধর ধর’ শব্দ শুনতে পান। এর পর কিছু লোক তার চোখ ও হাত-পায়ের বাঁধন খুলে দেওয়ার পর দেখতে পান, তিনি মিরপুরের সনি সিনেমা হলের সামনে রয়েছেন।
শাহিনুল বলেন, আর কয়েক মিনিট মাইক্রোবাসের ভেতর থাকলে হয়তো শ্বাসরোধ হয়ে মারা যেতেন। মাইক্রোবাসের পেছনের সিটে শুইয়ে তার হাত-পা ও চোখ বেঁধে রাখা হয়েছিল।
রুবেল এন্টারপ্রাইজের কর্ণধার আলী আফসার রুবেল জানান, চলতি মাসের ফেব্রুয়ারিতে ব্র্যাক ব্যাংক থেকে টাকা তুলে মিরপুরে ওয়ান ব্যাংকের শাখায় জমা দিতে যাচ্ছিলেন। হঠাৎ কয়েকজন তার গতিরোধ করে মাইক্রোবাসে তুলে সোয়া লাখ টাকা ছিনিয়ে নিয়ে কালশী এলাকায় ফেলে যায়। এ ঘটনায় তিনি পল্লবী থানায় মামলা করেন। সিসিটিভির সূত্র ধরে পুলিশ কয়েকজনকে শনাক্ত করলেও গ্রেফতার করতে পারেনি। পরে মিরপুর থানা এলাকায় একই ধরনের চার সদস্য গ্রেফতারের খবর পেয়ে তিনি সেখানে যান। তাদের মধ্যে দু’জনকে তাকে তুলে নেওয়ার পর টাকা ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত ছিল বলে শনাক্ত করেন।
ডিবি সূত্র জানায়, বিভিন্ন সময় জাপার সাবেক এক এমপি, সিলেটের ওসমানীনগর ও কিশোরগঞ্জের দু’জন রাজনৈতিক নেতা ও আরও কয়েকজন ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে গোপন আস্তানায় নিয়ে বিবস্ত্র করে ফাঁসিয়ে টাকা আদায় করার চেষ্টা করে দুর্বৃত্তদের কয়েকটি চক্র।

Tag :
জনপ্রিয় সংবাদ

গাড়িতে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’ স্টিকার, ধন্ধে পুলিশ

আপডেট টাইম : ০১:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০১৫

দামি মাইক্রোবাস। সামনের গ্গ্নাসে লেমিনেটিং করা স্টিকার। তাতে লেখা_ ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি কাজে নিয়োজিত।’ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে রাজধানীতে একটি সংঘবদ্ধ চক্র এমন ভুয়া স্টিকার ব্যবহার করে দামি গাড়িতে ব্যবসায়ীদের তুলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তারা মূলত রাজধানীর উত্তরা, গুলশান, বনানী ও মিরপুর এলাকায় বেশি সক্রিয়। গত মঙ্গলবার মিরপুরে শাপলা ট্রেডার্সের কর্ণধার শাহিনুল ইসলামকে ফিল্মি কায়দায়
তুলে নিয়ে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। তবে ছিনতাই চক্রের বিধি বাম! ব্যবসায়ীকে মাইক্রোবাসের ভেতর তুলে হাত-পা ও চোখ বেঁধে ফেলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী ট্রাফিক সার্জেন্ট সাজ্জাদ হোসেনকে ধাক্কা দেয়। পুলিশ কর্মকর্তা মাইক্রোবাস থামানোর নির্দেশ দিলে তা অমান্য করে ছিনতাইকারী চক্রের সদস্যরা আরও দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় ওই চক্রের চার সদস্যকে হাতেনাতে ধরে ফেলা হয়। অন্যরা টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতার হওয়া চারজন জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও টার্গেট করা ব্যক্তিদের ধন্ধে রাখতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া স্টিকার ব্যবহার করে আসছে। অধিকাংশ সময় তারা ক্ষুদ্রাস্ত্রও ব্যবহার করে। এ ধরনের ঘটনায় প্রতি মাসে গড়ে অন্তত ৩০টি অভিযোগ যাচ্ছে র‌্যাবের কাছে।
মিরপুর থেকে গ্রেফতার আল-আমিন, মোস্তফা কামাল, মিজানুর রহমান ও সোহেল রানাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। জিজ্ঞাসাবাদের পর রোববার চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
চক্রটি কখনও ডেবিট-ক্রেডিট কার্ড ছিনিয়ে নিয়েও ব্যবসায়ীদের জিম্মি করে টাকা আদায় করে। বিভিন্ন ব্যাংকের সামনে তাদের নিজস্ব এজেন্ট থাকে। কেউ মোটা অঙ্কের টাকা তুললে তারা সহযোগীদের জানায়। মিরপুরে গ্রেফতার একই চক্রের সদস্যদের বিরুদ্ধে বনানী, উত্তরা ও পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে। গত ফেব্রুয়ারিতে মিরপুরে এই চক্র রুবেল এন্টারপ্রাইজের মালিক আলী আফসার রুবেলকে মাইক্রোবাসে তুলে সোয়া লাখ টাকা ছিনিয়ে নিয়ে কালশী এলাকায় ফেলে যায়। চক্রটিকে গ্রেফতারের পর মিরপুর থানায় গিয়ে দুই ছিনতাইকারী মোস্তফা ও মিজানুরকে শনাক্ত করেন ওই ব্যবসায়ী।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, মাইক্রোবাস ও প্রাইভেটকারে ছিনতাই পার্টির সদস্যরা কয়েকটি ভিন্ন ধরনের অপরাধ করে যাচ্ছে। এক. একটি গ্রুপ ব্যবসায়ীদের টার্গেট করে নগদ টাকা ছিনিয়ে নেয়; দুই. তরুণীদের টার্গেট করে গাড়িতে তুলে নগদ টাকা ও ক্রেডিট-ডেবিট কার্ড দিয়ে টাকা তোলে; তিন. একটি গ্রুপ মাইক্রোবাসে তোলার পর তরুণীদের ধর্ষণ করে; চার. আরেকটি চক্র ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের গাড়িতে তোলার পর রাজধানী ও আশপাশে কোনো গোপন এলাকায় নিয়ে জোরপূর্বক তরুণীদের দিয়ে বিবস্ত্র অবস্থায় ছবি তুলে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে।
পুলিশের মিরপুর বিভাগের ডিসি নিশারুল আরিফ বলেন, চক্রটি মিরপুর ছাড়াও রাজধানীর আরও কয়েকটি এলাকায় ছিনতাই করে আসছিল। অধিকাংশ সময় তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের ভুয়া স্টিকার ব্যবহার করে।
র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, সংঘবদ্ধ চক্রের এ ধরনের অপরাধের ব্যাপারে প্রতি মাসে অন্তত ৩০টি অভিযোগ পাওয়া যায়। মিরপুরে যে চক্রটি গ্রেফতার হয়েছে তাদের মধ্যে একজন মাস দেড়েক আগে উত্তরায় গ্রেফতার হয়। পরে জামিনে বেরিয়ে একই ধরনের কাজে জড়ায়।
মিরপর থানার ওসি সালাহ উদ্দিন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া বেশভূষা ধারণ করে গ্রেফতার হওয়া চক্রটি ঘুরে ঘুরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছে। পুরো চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে।
শাপলা ট্রেডার্সের কর্ণধার শাহিনুল ইসলাম বলেন, ১৯ মে দুপুর দেড়টার দিকে ইস্টার্ন ব্যাংকের দারুস সালাম শাখা থেকে টাকা তুলে মূল সড়কে আসার পরই হ্যান্ডকাফ আর ওয়্যারলেস সেটসহ চারজন তার সামনে গিয়ে ডিবির পরিচয় দিয়ে গাড়িতে তোলার চেষ্টা করে। পরিচয়পত্র দেখতে চাইলে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। ২০-২৫ মিনিট পর ‘ধর ধর’ শব্দ শুনতে পান। এর পর কিছু লোক তার চোখ ও হাত-পায়ের বাঁধন খুলে দেওয়ার পর দেখতে পান, তিনি মিরপুরের সনি সিনেমা হলের সামনে রয়েছেন।
শাহিনুল বলেন, আর কয়েক মিনিট মাইক্রোবাসের ভেতর থাকলে হয়তো শ্বাসরোধ হয়ে মারা যেতেন। মাইক্রোবাসের পেছনের সিটে শুইয়ে তার হাত-পা ও চোখ বেঁধে রাখা হয়েছিল।
রুবেল এন্টারপ্রাইজের কর্ণধার আলী আফসার রুবেল জানান, চলতি মাসের ফেব্রুয়ারিতে ব্র্যাক ব্যাংক থেকে টাকা তুলে মিরপুরে ওয়ান ব্যাংকের শাখায় জমা দিতে যাচ্ছিলেন। হঠাৎ কয়েকজন তার গতিরোধ করে মাইক্রোবাসে তুলে সোয়া লাখ টাকা ছিনিয়ে নিয়ে কালশী এলাকায় ফেলে যায়। এ ঘটনায় তিনি পল্লবী থানায় মামলা করেন। সিসিটিভির সূত্র ধরে পুলিশ কয়েকজনকে শনাক্ত করলেও গ্রেফতার করতে পারেনি। পরে মিরপুর থানা এলাকায় একই ধরনের চার সদস্য গ্রেফতারের খবর পেয়ে তিনি সেখানে যান। তাদের মধ্যে দু’জনকে তাকে তুলে নেওয়ার পর টাকা ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত ছিল বলে শনাক্ত করেন।
ডিবি সূত্র জানায়, বিভিন্ন সময় জাপার সাবেক এক এমপি, সিলেটের ওসমানীনগর ও কিশোরগঞ্জের দু’জন রাজনৈতিক নেতা ও আরও কয়েকজন ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে গোপন আস্তানায় নিয়ে বিবস্ত্র করে ফাঁসিয়ে টাকা আদায় করার চেষ্টা করে দুর্বৃত্তদের কয়েকটি চক্র।