ডেস্ক: চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয় জন দগ্ধ হয়েছেন। সোমবার মধ্যরাতে এ অগ্নিকা- হয়েছে বলে প্রশাসনের বরাত দিয়ে মঙ্গলবার জানিয়েছে চীনের স্থানীয় সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমগুলো জানায়, হেনানের লুশান কাউন্টির ওই নার্সিং হোমে অগ্নিকান্ডের সময় দেড় শতাধিক লোক ছিলেন। ছয় জন দগ্ধ হলেও মৃত্যু হয়েছে ৩৮ জনের। দগ্ধদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রশাসনিক কর্মকর্তারা দাবি করেছেন, আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেকেই নিরাপদে সরতে পেরেছেন। তবে, আগুন নেভানোর পর সেখানে আর কেউ আটকা পড়েছেন কিনা বা কারও দুর্ভাগ্যজনক পরিণতি ঘটেছে কিনা তা খুঁজে দেখছেন উদ্ধারকারীরা। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান