বাংলার খবর২৪.কম,কুষ্টিয়া: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংর্ঘষে ছাত্রলীগের সংঘর্ষে পুলিশসহ ২৫ কর্মী আহত হয়েছে। এদের মধ্যে পাঁচজনের রাবার বুলেট বিদ্ধ হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বেলা পৌনে ১২টার দিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির। মিছিল শেষে তারা চলে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে অপর একটি মিছিল বের করে। এ সময় উপাচার্য ও উপ-উপাচার্যের গাড়ি প্রশাসন ভবনের কাছে মিছিলের সামনে পড়লে ছাত্রলীগ কর্মীরা তাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। দ্রুত পাশে থাকা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে।
এসময় পুলিশের একটি দল ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য করে প্রায় ১০/১২ রাউন্ড রাবার বুলেট ছোড়ে ও লাঠিচার্জ শুরু করে। এতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, ছাত্রলীগ কর্মী ও ৫ পুলিশসহ ২৫ জন আহত হন। গুলিবিদ্ধদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে উপাচার্যের বাসভবনের সামনে মিছিল বের করে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জনক জানান, ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে অধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুলিশ-ছাত্রলীগ সংর্ঘষে আহত ২৫
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০২:৪০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০১৪
- ১৬২২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ