গাজীপুর: আদালতে পৌঁছানোর আগেই গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ হেফাজতে থাকা ৬ আসামিসহ এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরো কয়েকজন আসামি।
সোমবার বিকেলে গাজীপুরের পোড়াবাড়ী এলাকায় আসামি বহনকরতে পুলিশের ভাড়া করা একটি লেগুনার সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিঞাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
নিহতদের মধ্যে ৩ জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলো- গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার আমির আলীর ছেলে মুবিনুল্লাহ (২৮), শ্রীপুর থানার সাতকামাইর এলাকার দুর্লভপুর গ্রামের সোহেল রানা (২৭) এবং মানিক মিয়া (৩০)।
গাজীপুর জেলা পুলিশ সুপার মোঃ হারুণ-অর-রশীদ জানান, বিকেলে আসামি বহনকারী একটি লেগুনা শ্রীপুর থানা থেকে গাজীপুর আদালতে যাচ্ছিল। এ সময় পোড়াবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ আসামির মৃত্যু হয়।
শ্রীপুর থানার ওসি আবদুল মোতালিব জানান, পুলিশের ভাড়া করা লেগুনা শ্রীপুর থানার ১৩ জন আসামি নিয়ে গাজীপুর জেলা শহরে আসছিল।
বিকালে লেগুনাটি পোড়াবাড়ী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।
এতে পুলিশের গাড়িতে থাকা ছয় আসামি ঘটনাস্থলেই মারা যান।
গাজীপুরের সিভিল সার্জন আলী হায়দার খান জানান, অবস্থা গুরুতর হওয়ায় তিন পুলিশ সদস্য ও দুই আসামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানিয়েছেন আহতদের মধ্যে পুলিশ সদস্য মোস্তফা কামালকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান