পটুয়াখালী: পটুয়াখালী সদরে কেরম খেলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদমান স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘষে প্রায় ২০ জন আহত হয়েছে। সোমবার দিনগত রাত সাড়ে ১০টার পর উপজেলার কালিচন্না গ্রামে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় জামাল খা, মেহেদি, কাওসার ও মাহবুব হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আর গুরুতর আহত আরও ১২ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন সোভা, মাসুম খা, মজিবর মৃধা, বাদল, ফারুক, সেলিম, কহিনুর, শাহাদৎ, মমতাজ এবং মহসিন। বাকি চারজন গ্রেফতারের আতঙ্কে শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।।
স্থানীয়রা জানায় গ্রামের প্রভাবশালী মজিবর মৃধা ও জামাল খা বংশধরদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে কেরম খেলাকে কেন্দ্র করে মেহেদি ও কাওসারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। কিছুক্ষণের মধ্যে এ সংবাদ দুই বংশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় রামদা, দা, কুড়াল ও টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অনেকেই আহত হন।
জেলার সহকারী পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান