পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ইফতারের পর তারা মক্কার উদ্দেশে রওয়ানা হন। বুধবার ওমরাহ পালন করবেন তিনি।
এর আগে গত তিন দিন মদীনার পবিত্র মসজিদে নববীতে ইবাদত-বন্দীগিতে সময় কাটান খালেদা জিয়া ও তারেক রহমান।
রোববার রাত ১২টা ১০ মিনিটে খালেদা জিয়া ও তারেক রহমান মসজিদে নববীতে অবস্থিত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) -এর রওজা মোবারক জিয়ারত করেন। সেখানে দোয়া মোনাজাত করেন তারা। সোমবার আছর থেকে তারাবির নামাজ পর্যন্ত তারা মসজিদে নববীতে ছিলেন।
মঙ্গলবার ইফতার ও মাগরিবের নামাজ শেষে বিমানযোগে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা মদীনা থেকে মক্কার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।
খালেদা জিয়া গত ২০ জুলাই ওমরাহ পালনের উদ্দেশ্যে বাদশাহর আমন্ত্রণে সৌদিতে যান।
খালেদা জিয়ার সাথে সফর সঙ্গী হিসেবে রয়েছেন তারেক রহমানের স্ত্রী ড. জোবায়দা রহমান, মেয়ে জায়েমা রহমান, আরাফাত রহমানের স্ত্রী ও মেয়েরা, মিসেস শামীম ইস্কান্দারসহ বিএনপি চেয়ারপারসনের সফর সঙ্গীরা এবং বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের সংবাদ কাভার করতে বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিকরা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান