ঢাকা: নষিদ্ধিঘোষতি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটমিরে ব্যাপারে স্বরাষ্ট্র প্রতমিন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেনে, আনসারুল্লাহ বাংলাটমিকে নিষিদ্ধি ঘোষণার পর যদি কেউ এ নামে কিছু করে এ নামে র্বাতা প্রকাশ করে তাহলে সে অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।
রাজধানীর ভাটারায় মাইক্রোবাসে র্ধষতি গারো তরুণীকে সোমবার রাতে রাজধানীর তজেগাঁওয়ে দেখতে এসে সাংবাদকিদরে এক প্রশ্নের জবাবে প্রতমিন্ত্রী এ কথা বলনে।
তিনি বলনে, আনসাল্লাহ বাংলাটিম বহু আগে আত্মপ্রকাশ করেছিলো। আমরা সবাই সঙ্গে লোকে নির্মূল করেছি আবার মাঝমেধ্যে দুই একটার ডালা-পালা যোগাড় হয়েছিলো। তাই তারা যনে আর সংগঠতি না হতে পারে. সেজন্য এটাকে নষিদ্ধি করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান