ঢাকা: সম্প্রতি সমুদ্রপথে মানবপাচারের চিত্র ব্যাপকভাবে উঠে আসার প্রেক্ষাপটে পাচারকারীদের বিচার করার জন্য দেশের বিভাগীয় শহরগুলোতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে এই ট্রাইব্যুনাল গঠন না হওয়া পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এর বিচার হবে।
আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, মানব পাচারের ঘটনা বেড়ে যাবার কারণে মামলার সংখ্যাও বাড়বে। সেজন্য আলাদা ট্রাইব্যুনালের উদ্যোগ নেয়া হচ্ছে। এজন্য ও জনবল চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এরই মধ্যে প্রস্তাবও পাঠানো হয়েছে।
২০১৩ সালে মানব পাচার সংক্রান্ত যে আইন হয়েছিল সেটিকে কার্যকরী ভাবে প্রয়োগের জন্যই এই ট্রাইব্যুনালের ব্যবস্থা।সে আইনে মানব পাচারকারীদের জন্য ১০ বছরের সাজার বিধান রাখা হয়েছে। আইনমন্ত্রী বলছেন যতক্ষণ পর্যন্ত আলাদা ট্রাইব্যুনাল গঠন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার চলবে।
২০১৩ সালে মানব পাচার সংক্রান্ত যে আইন হয়েছে সেখানে পাচারকারীদের জন্য সর্বোচ্চ ১০ বছরের সাজার বিধান রাখা হয়েছে। কিন্তু সেই আইনের প্রয়োগ এতদিন দেখা যায়নি বলে অনেকেই বলছেন। মানব পাচারের ভয়াবহ চিত্র উঠে আসার পর এখন সরকার উদ্যোগী হয়েছে।
আইনমন্ত্রী বলছেন সে আইন কার্যকর করার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হবে যেখানে শুধু মানব পাচার সংক্রান্ত মামলার বিচার হবে। পুলিশি তদন্তের পর ট্রাইব্যুনাল তার ভিত্তিতে বিচারকার্য পরিচালনা করবে। আইনমন্ত্রী আনিসুল হক বিবিসিকে জানিয়েছেন ট্রাইব্যুনাল গঠনের জন্য ও জনবল চেয়ে এরই মধ্যে প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশে মানবপাচার ও অভিবাসন আইন নিয়ে কাজ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আসাদুজ্জামান। তিনি বলছেন ট্রাইব্যুনাল হলে বিচারকাজ দ্রুত হবে। তবে এখনও পর্যন্ত মানবপাচারকারীদের শাস্তির ঘটনা খুবই কম।
কিন্তু আইনমন্ত্রী বলছেন, বর্তমানে মানবপাচার সংক্রান্ত যে মামলাগুলো আছে সেগুলো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তরান্বিত করার জন্য রাষ্ট্রপক্ষের কৌশলীরা উদ্যোগী হয়েছেন।
তিনি বলেন, মানপাচার সংক্রান্ত ঘটনা বেড়ে যাওয়ায় মামলার সংখ্যাও বাড়ছে। সেজন্যই আলাদা ট্রাইব্যুনাল প্রয়োজন। তবে কবে নাগাদ সেটি গঠন করা যাবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলেননি আইনমন্ত্রী।
সূত্র: বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান