রাজশাহী : রাজশাহীতে তৈরী হবে অটোকার। ব্যাটারি চালিত এই অটোকার কারখানা করবে দক্ষিণ কোরিয়ার তিনটি বিখ্যাত মোটরযান তৈরিকারক প্রতিষ্ঠান বিএমজি, কেআরডাব্লিউ, জিনওয়া কো লি. ও বাংলাদেশের এনাগ্রুপ। রাজশাহীতে তৈরী এই অটোকার রফতানি হবে ইউরোপ ও আমেরিকায়।
রোববার দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান এনাগ্রুপের চেয়ারম্যান এনামুল হক এমপি।
এর আগে শনিবার দক্ষিণ কোরিয়ার তিন মোটরযান নির্মাণ প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ এগার সদস্যের একটি প্রতিনিধি দল রাজশাহী সফর করেন। তারা রাজশাহী বিসিক শিল্পনগরীসহ এনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে মতবিনিময় সভায় অংশ নেয় এনা গ্রুপসহ কোরিয়ান প্রতিনিধি দলটি।
মতবিনিময়কালে এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক এমপি বলেন, গত ২৬ মার্চ এনা গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে দক্ষিণ কোরিয়ার মোটরযান নির্মাণ প্রতিষ্ঠান জিনওয়া, বিএমজি ও কেআরডব্লিউ এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হয়। এসময় রাজশাহীতে অটোকার তৈরীর কারখানা স্থাপনের জন্য স্বারক চুক্তি স্বারিত হয়। ওই চুক্তি অনুযায়ী কোরিয়ার তিনটি কম্পানীর প্রতিনিধি দল রাজশাহী সফরে আসেন। বিসিক শিল্পনগরীতে এনা প্রতিষ্ঠিত স্থাপনকৃত এ কারখানায় কোরিয়ার তিনটি গ্রুপ ৩০০ মিলিয়ন ডলার বিনিযোগ করবেন।
রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, আবু বাক্কার আলী, কোরিয়ার বিএমজির প্রেসিডেন্ট কিম কানুসাব মোরম ও কেআরডব্লিউর চেয়ারম্যান চিও সুনজওন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান