ডেস্ক : বাংলাদেশে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। সালাহ উদ্দিন আহমেদ খুবই অসুস্থ এবং তার বাম কিডনি ঠিকমতো কাজ করছে না বলেও জানান তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে হাসিনা আহমেদ এসব কথা বলেন।
হাসিনা আহমেদ বলেন, ‘আমার স্বামী বাংলাদেশে নিরাপদ নন। আমি তাকে সেখানে ফেরত নিতে চাই না। তার পরিবর্তে আইন অনুমোদন করলে আমি তাকে সিঙ্গাপুর নিয়ে যেতে চাই। যেখানে তিনি বিগত অনেক বছর ধরে কার্ডিয়াক ও কিডনি সমস্যার চিকিৎসা নিচ্ছেন।’
সোমবার পত্রিকাটিতে প্রকাশিত সাক্ষাৎকারে হাসিনা আহমেদ আরো বলেন, ‘আমার স্বামী খুবই অসুস্থ। তার হার্টে ইতোমধ্যেই তিনটি স্টেন্ট পরানো হয়েছে। তার বাম কিডনি ঠিকমতো কাজ করছে না। আমি বলছি না যে তিনি এখানে সুচিকিৎসা পাচ্ছে না। কিন্তু সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল তার (রোগের) হিস্ট্রি ভালো জানে এবং গত ২০ বছর তিনি সেখানে চিকিৎসা নিয়েছেন। আমি যদি তাকে বাংলাদেশে নিয়ে যাই তবে তার কী হবে আমি জানি না।’
গত ১২ মে শিলং থেকে আটক হন সালাহ উদ্দিন আহমেদ, যিনি ২০ দলীয় জোটের মুখপাত্র হিসেবে সাম্প্রতিক লাগাতার কর্মসূচি ঘোষণা করে আসছিলেন। এর মধ্যেই উত্তরার একটি বাসা থেকে গত ১০ মার্চ নিখোঁজ হন তিনি।
হাসিনা আহেমদ অভিযোগ করেন, নিরাপত্তা বাহিনী তার স্বামীকে তুলে নিয়ে যায়। তবে নিরাপত্তা বাহিনী তা অস্বীকার করেছে।
সাক্ষাৎকারে হাসিনা আহমেদ বলেন, ১০ মার্চের পর তার স্বামী কোথায় কি অবস্থায় ছিলেন তা তার জানা নেই।
তিনি বলেন, ‘ওই দিনগুলোতে তিনি কোথায় ছিলেন তা আমার জানা নেই।...আমি জানি না তিনি কিভাবে শিলংয়ে এলেন। তবে যাই হোক আমি খুশি যে তিনি এখানে নিরাপদে আছেন এবং তার বেশ যতœ নেয়া হচ্ছে।’
ভারতের ফরেনার্স অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে আটক সালাহ উদ্দিন এখন শিলংয়ের নেইগ্রিমস হাসপাতালে চিকিৎসাধীন। তাকে সারাক্ষণ নজরদারিতে রাখছেন মেঘালয় পুলিশের সশস্ত্র সদস্যরা।
হাসিনা আহমেদের করা জামিন আবেদন শুনানির পর শুক্রবার এখানকার একটি আদালত ২৯ মে পুলিশকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।
সাক্ষাৎকারে হাসিনা আহমেদ আবারো বলেন যে, সালাহ উদ্দিনক যখন তুলে নেয়া হয় তখন সেখানে একটি সরকারি সংস্থার গাড়ি ছিল।
হাসিনা আহমেদ আরো বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর (সাক্ষাত চেয়ে) দু’বার আবেদন করেছিলাম কিন্তু তিনি সময় পাননি। আমি আইজিপির দরজার কড়াও নেড়েছিলাম কিন্তু কোনো সাড়া আসেনি।’
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ৫৪ বছর বয়সী সালাহ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে মাস্টার্স ডিগ্রিধারী। বিসিএস কর্মকর্তা হিসেবে যোগ দেয়ার পর তিনি ১৯৯১-১৯৯৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করেন। এরপর তিনি বিএনপিতে যোগ দেন এবং কক্সবাজার থেকে ১৯৯৬ ও ২০০১ সালে এমপি নির্বাচিত হন। তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
পত্রিকাটি জানায়, গত কয়েক বছরে তার বিরুদ্ধে ২৪টি মামলা দায়ের করা হয়েছে। ২০১৩ সালে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান